Smriti Mandhana: দেশের স্টার ওপেনারের এই অভাবনীয় সাফল্য গর্বিত করবে অনুরাগীদের
অনান্য ভারতীয়দের মধ্যে ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ওয়ানডে ফরম্যাটে চার ধাপ এগিয়ে নয় নম্বরে এসেছেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে এসেছেন। উইকেটকিপার ইয়াস্তিকা ভাটিয়া আট ধাপ লাফিয়ে এসেছেন ৩৭ নম্বরে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের স্টার ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) চমকে দিলেন। মঙ্গলবার অর্থাৎ আজ কেরিয়ায়ের সেরা আন্তর্জাতিক টি-২০ ব়্যাঙ্কিংয়ে (২) এলেন তিনি। একই সঙ্গে ওয়ানডে ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে সাতে এলেন। বাঁ-হাতি ব্যাটার মন্ধানা ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১১১ রান করেছেন। যাঁর সুবাদেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তাঁর উত্তরণ হল। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ৯১ রান করার সৌজন্যে তিনি সাতে এসেছেন। ব্যাটারদের মধ্যে টি-২০ ব়্যাঙ্কিংয়ে একে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি (৭৪৩)। দুয়ে মন্ধানা (৭৩১)। তিনে অস্ট্রেলিয়ারই মেগ ল্যানিং (৭২৫)।
অনান্য ভারতীয়দের মধ্যে ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ওয়ানডে ফরম্যাটে চার ধাপ এগিয়ে নয় নম্বরে এসেছেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা এক ধাপ এগিয়ে ৩২ নম্বরে এসেছেন। উইকেটকিপার ইয়াস্তিকা ভাটিয়া আট ধাপ লাফিয়ে এসেছেন ৩৭ নম্বরে। দীপ্তি বোলারদের তালিকাতেও এগিয়েছেন। ছয় ধাপ উঠে ১২ নম্বরে এসেছেন তিনি। টি-২০ ব়্যাঙ্কিং বলছে হরমনপ্রীত ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে এসেছেন। বোলার রেনুকা সিং তিন ধাপ উঠে ১০ নম্বরে এসেছে। স্পিনার রাধা যাদব এসেছেন ১৪ নম্বরে। তিনি উঠেছেন চারটি সিঁড়ি। অলরাউন্ডার স্নেহ রানা ও পূজা বস্ত্রকার যুগ্মভাবে রয়েছেন ৪১ নম্বরে। এই মুহূর্তে ভারতীয় মহিলা দল ইংল্যান্ডে সফররত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে হরমনপ্রীতরা জিতেছেন একটি মাত্র ম্যাচই। অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই ভারত জয় পেয়েছে। গত রবিবার হোভে ভারত ৭ উইকেটে ম্যাচ জিতেছে। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে যথাক্রমে আগামী বুধ ও শনি।