ক্রিকেটের ১১ আর রজার একাই ১১ বার
স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন রজার ফেডেরার। সুইস কিংবদন্তির সতীর্থদের বিচারে এই পুরস্কার পেতে চলেছেন তিনি।
ব্যুরো: স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড পেতে চলেছেন রজার ফেডেরার। সুইস কিংবদন্তির সতীর্থদের বিচারে এই পুরস্কার পেতে চলেছেন তিনি।
এই নিয়ে এগারোবার এই পুরস্কার জিতে নিয়েছেন ফেডেরার। কোর্টে এবং কোর্টের বাইরে একজন ভদ্র খেলোয়াড় হিসাবে পরিচিত তিনি। তাই সমর্থকদের বিচারেও তিনি পুরস্কার পেতে চলেছেন। টানা তেরোবার ফ্যান্স ফেভারিট অ্যাওয়ার্ড পেতে চলেছেন ফেডেরার। এছাড়া টানা দ্বিতীয়বার এটিপি ওয়ার্ল্ড টুর নম্বর ওয়ান পুরস্কার পাবেন নোভাক জোকোভিচ। জুলাই ২০১৪ থেকে শীর্ষে রয়েছেন জোকো।
ক্রিকেটে ১১টি মানুষ একসঙ্গে যে খেলাটি খেলেন তাতে ভদ্রতার নমুনা আগে যা ছিল এখন ঠিক তার উল্টোটাই দেখা যায়। 'স্লেজিং' টাও এখন ক্রিকেট আগ্রাসন। আর ভাবুন এই টেনিস তারকার কথা। বারবার টেনিস কোর্টে এসছেন আর ব্যাগ ভর্তি ট্রফি নিয়ে বাড়ি ফিরছেন। মাঠের আগ্রাসন প্রমাণ করতে রজারকে কথা বলতে হয় না, কারণ গ্র্যান্ড স্লাম গুলই কথা বলে।