'ক্রিকেটের তারাদের নিয়ে পাকিস্তানে চলো', সচিনকে অনুরোধ শোয়েবের
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনও নিশ্চয়তা নেই। সিরিজের জন্য লাগবে ভারত সরকারের অনুমতি। এমন একটা সময় সচিন তেন্ডুলকরকে পাকিস্তানে অল স্টার ক্রিকেট লিগ আয়োজন করতে বললেন শোয়েব আখতার।
ব্যুরো: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনও নিশ্চয়তা নেই। সিরিজের জন্য লাগবে ভারত সরকারের অনুমতি। এমন একটা সময় সচিন তেন্ডুলকরকে পাকিস্তানে অল স্টার ক্রিকেট লিগ আয়োজন করতে বললেন শোয়েব আখতার।
বর্তমানে আমেরিকায় অলস্টার লিগ খেলতে ব্যস্ত ক্রিকেট কিংবদন্তিরা। সচিনের দলেই রয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানে অলস্টার লিগ করার ব্যাপারে সচিনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পাক পেসার। শোয়েবের দাবি এই প্রস্তাবকে বাস্তবায়িত করতে আগ্রহ দেখিয়েছেন সচিন। মনে করা হচ্ছে পাকিস্তানে আয়োজন করাই যেতে পারে অলস্টার ক্রিকেট লিগের। কারণ এই লিগ করতে কোনও সরকার অথবা বোর্ডের অনুমতি লাগে না। শুধু আইসিসির সমর্থন থাকলেই লিগের আয়োজন করা যায়।