জিদানের সহকারী হবেন কার্লোস?

কয়েকবছরের মধ্যে নেইমারকে রিয়াল মাদ্রিদে খেলতে দেখা যেতে পারে। এমনটাই দাবি করেছেন প্রাক্তন ব্রাজিল বিশ্বকাপার রবার্তো কার্লোস। বর্তমানে বার্সেলোনায় দুরন্ত ফর্মে রয়েছেন নেইমার। রবার্তো কার্লোসের আরও দাবি সামনের বছর ব্যালন ডি'ওর পুরস্কার জিততে পারেন নেইমার। এরই পাশাপাশি কোচ হিসাবে রিয়াল মাদ্রিদে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার কার্লোস। ফ্রান্সের তারকা ফুটবলার ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদানের সহকারী হিসাবে কাজ করতে দেখা যেতে পারে প্রাক্তন এই রিয়াল ফুটবলারকে।

Updated By: Jan 13, 2016, 10:22 PM IST
জিদানের সহকারী হবেন  কার্লোস?

ওয়েব ডেস্ক: কয়েকবছরের মধ্যে নেইমারকে রিয়াল মাদ্রিদে খেলতে দেখা যেতে পারে। এমনটাই দাবি করেছেন প্রাক্তন ব্রাজিল বিশ্বকাপার রবার্তো কার্লোস। বর্তমানে বার্সেলোনায় দুরন্ত ফর্মে রয়েছেন নেইমার। রবার্তো কার্লোসের আরও দাবি সামনের বছর ব্যালন ডি'ওর পুরস্কার জিততে পারেন নেইমার। এরই পাশাপাশি কোচ হিসাবে রিয়াল মাদ্রিদে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার কার্লোস। ফ্রান্সের তারকা ফুটবলার ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদানের সহকারী হিসাবে কাজ করতে দেখা যেতে পারে প্রাক্তন এই রিয়াল ফুটবলারকে।

উল্লেখ্য আইএসএলেও ব্রাজিলের তারকা ফুটবলারকে দূর্দান্ত মেজাজে দেখা গিয়েছে। এরপর জিদানের সঙ্গে জুটি বাঁধলে ফুটবলের আরও কী ম্যাজিক রিয়ালে দেখাতে পারবেন কার্লোস, সে নিয়ে আশায় ফুটবল প্রেমীরা।
 

.