টি-টোয়েন্টি দলে ফিরতেই অনুশীলনে হার্দিকের বলে রিভার্স ফ্লিক ঋষভের
শেষ মুহূর্তে স্টান্স বদল করে মিডল স্টাম্পের বলকে থার্ডম্যানে পাঠালেন ঋষভ।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত টেস্ট সিরিজের পর বিশ্রামে ছিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে একদিনের সিরিজে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবার দলে ফিরেছেন ঋষভ। নিউ জিল্যান্ডে পৌঁছেই মঙ্গলবার অনুশীলনে নেমে পড়লেন স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। আর নেটে একেবারে অন্য ঢঙে অনুশীলন করতে দেখা গেল ঋষভকে।
আরও পড়ুন - নিউ জিল্যান্ড থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বিরাট-অনুষ্কা
এমনিতেই কুড়ি কুড়ির ক্রিকেটে ঋষভ পন্থকে 'ফাঙ্কি স্ট্রোক' নিতে দেখা যায়। মঙ্গলবার অনুশীলনে নেটে তেমনই হার্দিক পাণ্ডিয়ার বলে রিভার্স ফ্লিক মারতে দেখা গেল তাঁকে। শেষ মুহূর্তে স্টান্স বদল করে মিডল স্টাম্পের বলকে থার্ডম্যানে পাঠালেন ঋষভ।
Welcome to the T20 format. What would you call this shot from @RishabPant777 #TeamIndia #NZvIND pic.twitter.com/R5QTJNFtQI
— BCCI (@BCCI) February 5, 2019
বিশ্বকাপের দলে নিজের নাম রাখতে নিউ জিল্যান্ড সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋষভ পন্থের কাছে। ইতিমধ্যেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা ধারাভাষ্যকার সুনীল গাভাসকর একদিনের দলে এবং কুড়ি কুড়ির ক্রিকেটে প্রথম একাদশে ঋষভ পন্থকে রাখার জন্য জোরালো সওয়াল করেছেন।