আই লিগ জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সবুজ-মেরুন সৈনিকরা

মোহনবাগান শুধু বাংলার সম্মান রক্ষা করল না । বাংলার ফুটবলে মরা গাঙে জোয়ার নিয়ে এল ।

Updated By: Mar 10, 2020, 08:49 PM IST
আই লিগ জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সবুজ-মেরুন সৈনিকরা

নিজস্ব প্রতিবেদন : হোলির দিনই আই লিগের রঙ হয়ে গেল সবুজ মেরুন । ২০১৫ পর ২০২০ । পাঁচ বছর পর দ্বিতীয় বার আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান ।

চার ম্যাচ বাকি থাকতেই চলতি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ মেরুন। মঙ্গলবার কল্যানীতে আইজল এফ সি-কে ১-০ গোলে হারিয়ে পাঁচ বছর পর কলকাতায় আই লিগ নিয়ে এল কিবু ভিকুনার দল।

ম্যাচের নায়ক বাবা পাপাকার দিওয়ারা বলছেন দলগত সাফল্য।

মোহনবাগানের মাঝমাঠের কাণ্ডারি জোসেবা বেইটিয়া বলছেন প্রথমবার ভারতে খেলতে এসেই চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অন্যরকম।

কঠিন পরিশ্রমের ফসল আজকের সাফল্য। এখন উত্সবের সময়- বললেন পালতোলা নৌকার অন্যতম কাণ্ডারি স্প্যানিশ ফ্রান গঞ্জালেস।

আর এক স্প্যানিশ ফ্রান মোরান্তেতে বাংলাতেই বলে দিলেন জয় মোহনবাগান।

চলতি আই লিগে টানা ১৪ ম্যাচে অপরাজিত মোহনবাগান।  ভিকুনার অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে ... মোহনবাগান শুধু বাংলার সম্মান রক্ষা করল না । বাংলার ফুটবলে মরা গাঙে জোয়ার নিয়ে এল ।

আরও পড়ুন - শতাব্দী প্রাচীন মোহনবাগানের হাত ধরেই দ্বিতীয়বার কলকাতায় এল আই লিগ

.