কিংস্টনে বিরাট রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে!
শেষ ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছিলেন অশ্বিন।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় প্রথম টেস্টে প্রথম একাদশে সুযোগ পান নি টিম ইন্ডিয়ার এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টে বিরাট কোহলির দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শুক্রবার থেকে কিংস্টনে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে অশ্বিন সুযোগ পেলে নতুন মাইলস্টোনের হাতছানি তাঁর সামনে।
শেষ ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছিলেন অশ্বিন। সেই অশ্বিন চলতি সিরিজে প্রথম টেস্টে প্রথম একাদশে সুযোগই পাননি। দ্বিতীয় টেস্টে যদি সুযোগ পান আর ৮ উইকেট নিতে পারেন, তাহলেই টেস্টে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক হয়ে যাবেন অশ্বিন। অবশ্যই তা যুগ্মভাবে। কিংবদন্তি অফ স্পিনার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণও ৬৬ টেস্টে ৩৫০টি উইকেট নেন।
আরও পড়ুন - দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নেই ধোনি!
প্রথম টেস্টে বল হাতে জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামিদের যা পারফরম্যান্স তাতে দ্বিতীয় টেস্টে এই পেস লাইন আপে খুব একটা বদল হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা বেশ সফল। তাই দ্বিতীয় টেস্টেও অশ্বিনের দলে ঢোকা নিয়ে কিন্তু সম্ভাবনা বেশ কম বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।