কাটা হল ফ্লেচারের ডানা, ইংল্যান্ডে একদিনের সিরিজে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের ডিরেক্টর নিয়োগ করল বিসিসিআই

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের লজ্জাজনক হারের জেরে কোচ ডানকান ফ্লেচারের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু করল বিসিসিআই। একদিনের সিরিজে ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল রবি শাস্ত্রীকে। আপাতত বিশ্রামে পাঠানো হয়েছে বোলিং কোচ জো ডাওয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে।

Updated By: Aug 19, 2014, 01:19 PM IST
কাটা হল ফ্লেচারের ডানা, ইংল্যান্ডে একদিনের সিরিজে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের ডিরেক্টর নিয়োগ করল বিসিসিআই

ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের লজ্জাজনক হারের জেরে কোচ ডানকান ফ্লেচারের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু করল বিসিসিআই। একদিনের সিরিজে ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল রবি শাস্ত্রীকে। আপাতত বিশ্রামে পাঠানো হয়েছে বোলিং কোচ জো ডাওয়েস ও ফিল্ডিং কোচ ট্রেভর পেনিকে।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশ সফরে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজার ছিলেন রবি শাস্ত্রী।

 সাপোর্ট স্টাফ হিসেবে দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রাক্তন পেসার বি অরুণ, সঞ্জয় বাঙ্গার ও শ্রীধরকে। এদিন সকালেই সচিব অনুরাগ ঠাকুর ফ্লেচারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। দেশি কোচের পক্ষে সওয়ালও করেন। এরপরই প্রেস রিলিজ দিয়ে এই সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিসিআই।

.