জয় দিয়েই বাইশ গজের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক চোকালেন জয়বর্ধনে
১৭ বছরের একটা সম্পর্কের যবনিকা পাত হল।
Sri Lanka 320 & 282। Pakistan 332 & 165 (52.1 ov)
Sri Lanka won by 105 runs
ওয়েব ডেস্ক: ১৭ বছরের একটা সম্পর্কের যবনিকা পাত হল। বাইশ গজ আর জয়বর্ধনে। কখন যেন দুটো সম্পর্কের নাম হয়ে গিয়েছে। কলম্বোয় পাকিস্তানকে হারিয়ে যখন শেষবার ক্রিকেটার হিসাবে মাঠ ছাড়ছেন জয়বর্ধনে, তখন শ্রীলঙ্কানদের চোখে জল। পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে ২-০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা, একটা ম্যাচে ১৪ উইকেট নিয়ে নজির গড়লেন হেরাথ। সব চাপা পড়ে গেল মাহেলা বিদায় বিসাদের সুরে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের বিদায়টা অনেকটা নিঃশব্দেই হয়ে গেল।
অফিসের কাজে ব্যস্ত বলে ভারতীয়রা নিশ্চয়ই মিস করে গিয়েছেন জয়বর্ধনের ক্রিকেট জীবনের শেষ দিন। না,ওয়াংখেড়েতে সচিনের জীবনের শেষ ম্যাচের সঙ্গে আবেগের কোনও তুলনা চলে না। তবে ক্রিকেটার জয়বর্ধনের শেষ দিনের আবেগের ছবিটা অন্যরকম। সাঙ্গাকারাকেই দেখেই মনে হল কেঁদে ফেলবেন। সচিনের মত মাহেলার চোখে অবশ্য জল এল না। এল আবেগের কিছু কথা।
শ্রীলঙ্কার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহেলার। সেই দিন থেকেই দেশের স্তম্ভ হয়ে যান। শ্রীলঙ্কা ক্রিকেট ক্রিকেট বিশ্বে এই যে সমীহ আদায় করেছে তার সিংহভাগই তাঁর প্রাপ্য। জীবনের শেষ ইনিংসে জয়বর্ধনে করেন ৫৪ রান।
১৪৯ টেস্টে ৪৯.৮৪ গড়ে মোট রান করেছেন ১১,৮১৪। শতরান ৩৪ টি,সর্বোচ্চ রান ৩৭৪
৪২০টি ওয়ানডেতে মোট ১৪,৯৬৪ রান। শতরান ১৬টি, সর্বোচ্চ ১৪৪