শিবকে নিয়ে মতবিরোধ চরমে রমন-মনোজের

রবিবার রঞ্জি ট্রফির জন্য বাংলা দল নির্বাচন হবে। তার আগেই শিবশঙ্কর পালকে নিয়ে বাংলা কোচ ও অধিনায়কের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। শিবশঙ্কর পাল রঞ্জি ট্রফির সম্ভাব্য বাংলা দলে ছিলেন না। চোট থাকায় তাঁকে রাখা হয়নি। তবে সামি আমেদ চোট পাওয়ায় শিবশঙ্কর পালকে দেখে নেওয়ার জন্য নেটে ডেকে নেন নির্বাচকরা। কোচ ডব্লু ভি রমন যদিও এখনই দলে নিতে চান না শিবশঙ্করকে।

Updated By: Oct 27, 2012, 08:05 PM IST

রবিবার রঞ্জি ট্রফির জন্য বাংলা দল নির্বাচন হবে। তার আগেই শিবশঙ্কর পালকে নিয়ে বাংলা কোচ ও অধিনায়কের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। শিবশঙ্কর পাল রঞ্জি ট্রফির সম্ভাব্য বাংলা দলে ছিলেন না। চোট থাকায় তাঁকে রাখা হয়নি। তবে সামি আমেদ চোট পাওয়ায় শিবশঙ্কর পালকে দেখে নেওয়ার জন্য নেটে ডেকে নেন নির্বাচকরা। কোচ ডব্লু ভি রমন যদিও এখনই দলে নিতে চান না শিবশঙ্করকে।
কিন্তু অনুশীলনে শিবশঙ্কর পালের পারফরম্যান্সে খুশি অধিনায়ক মনোজ তেওয়ারি। তাঁর মতে শিবশঙ্কর এখনও যেকোনও বোলারের তুলনায় ভাল করার ক্ষমতা রাখেন। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের পিচ নিয়ে রমন ও পিচ কিউরেটরের মধ্যে দ্বন্দ্ব বেধেছে। এক্ষেত্রেও পিচ কিউরেটর প্রবীর মুখার্জির পক্ষেই সওয়াল করে মনোজ বলেছেন তিনি স্পোটিং পিচ চান।
২ নভেম্বর থেকে ইডেনে রাজস্থান ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফির অভিযান শুরু করছে বাংলা। গতবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে না উঠতে পারলেও এবার কিন্তু দলের ভাল পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মনোজ তেওয়ারি। দলীপ ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পর স্পিন বিভাগে ইরেজ সাক্সেনার উপর অনেকটাই নির্ভর করছে বাংলা দল। ইরেজও জানেন চাপটা অনেক বেশি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তাঁর মনের জোর অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

.