রাজকোট টেস্ট ড্র-ই হল, তবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইংরেজরা

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট আশানুযায়ী ড্র-ই হল। গতকাল বিনা উইকেটে ১১৪ রানে শেষ করেছিল ইংল্যান্ড। এরপর আজ ৩ উইকেটে ২৬০ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করে দেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। অধিনায়ক কুক নিজে ১৩০ রান করে আউট হন। অন্য ওপেনার হামিদের রান ৮২। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া জো রুট অবশ্য দ্বিতীয় ইনিংসে রান পেলেন না। করলেন মাত্র ৪ রান।  বেন স্টোকস অপরাজিত থাকেন ২৯ রান করে। ভারতের হয়ে দুটো উইকেট নেন অমিত মিশ্রা এবং একটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Updated By: Nov 13, 2016, 05:13 PM IST
রাজকোট টেস্ট ড্র-ই হল, তবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইংরেজরা

ওয়েব ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট আশানুযায়ী ড্র-ই হল। গতকাল বিনা উইকেটে ১১৪ রানে শেষ করেছিল ইংল্যান্ড। এরপর আজ ৩ উইকেটে ২৬০ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করে দেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। অধিনায়ক কুক নিজে ১৩০ রান করে আউট হন। অন্য ওপেনার হামিদের রান ৮২। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া জো রুট অবশ্য দ্বিতীয় ইনিংসে রান পেলেন না। করলেন মাত্র ৪ রান।  বেন স্টোকস অপরাজিত থাকেন ২৯ রান করে। ভারতের হয়ে দুটো উইকেট নেন অমিত মিশ্রা এবং একটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন ধোনির করা চলতি বছরের সেরা এই রান আউটটা দেখেছেন?

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ঝটকা খায় ভারত। ওপেনার গৌতম গম্ভীর ০ রানে আউট হয়ে যান।  প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুরলী বিজয় ৩১ রান করে আউট হয়ে যান। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া আরও এক ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারাও দ্বিতীয় ইনিংসে রান পেলেন না। তিনি আউট হন ১৮ রান করে। রাহানে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না রাজকোট টেস্টে। তাঁর অবদান ১ রান। অশ্বিন করেন ৩২ রান। ঋদ্ধিমান সাহার অবদান ৯। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য অপরাজিত থাকেন ৪৯ রানে। তাঁর সঙ্গে ৩২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭২ রান তোলে ভারত। রাজকোটে সিরিজের প্রথম টেস্টটা মোটেও ভালো গেল না ভারতের। বরং, খানিকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইংরেজ শিবিরই।

আরও পড়ুন  লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

.