কর্নাটক নির্বাচনে রাহুল দ্রাবিড়!
বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষভাবে সক্ষম সরকারিকর্মীরা থাকবেন। ৪৫০টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রও থাকবে এবারের নির্বাচনে।
নিজস্ব প্রতিবেদন : স্বীকৃতির আরও এক পালক যোগ হতে চলেছে রাহুল দ্রাভিড়ের মুকুটে। আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাঁকে 'ইলেকশন আইকন' ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন- মাদ্রিদে মেসিহীন আর্জেন্টিনাকে নিয়ে ছেলেখেলা করল স্পেন
মঙ্গলবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে ১২ মে, ফল ঘোষণা হবে ১৮ মে। প্রধান নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার বেঙ্গালুরুতে জানান, "রাহুল দ্রাবিড়ই হবেন রাজ্যের ইলেকশন আইকন।" চিত্র ও সঙ্গীত পরিচালক যোগরাজ ভাট তৈরি করবেন ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের 'অ্যানথেম'। এক সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে চলেছে নির্বাচনী থিম সং।
আরও পড়ুন- জেসুসের গোলে জার্মানিকে হারিয়ে 'প্রতিশোধ' নিল ব্রাজিল
পাশাপাশি সঞ্জীব কুমার জানান, এবারের কর্ণাটক বিধানসভা নির্বাচনে কিছু চমকও রয়েছে। বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষভাবে সক্ষম সরকারিকর্মীরা থাকবেন। ৪৫০টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রও থাকবে এবারের নির্বাচনে।
আরও পড়ুন- কর্ণাটকে নির্বাচনের তারিখ ফাঁস করেছে টিভি চ্যানেল, কমিশনে জানালেন নকভি