Rahul Dravid: 'স্পেশালিস্ট উইকেটকিপারের দিন শেষ'! বিরাট-রোহিতদের ভবিষ্যত নিয়েও বড় কথা কোচের
Rahul Dravid: ইন্দোরে নামার আগে রাহুল দ্রাবিড়ের ভাবনায় সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। পাশাপাশি 'দ্য ওয়াল' সাফ জানিয়ে দিচ্ছেন যে, স্পেশালিস্ট উইকেটকিপারের দিন এখন শেষ। দলে সেই থাকবে যে ব্যাট হাতে অবদান রাখতে পারবে। রাহুলের কথাবার্তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, ভারত আগামীর রূপরেখা বানিয়ে ফেলেছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতে নিয়েছে। আগামিকাল ইন্দোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা ও টম ল্যাথামরা। এদিন রোহিতরা নিউজিল্যান্ডকে হারাতে পারলে, শুধুই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবেন না, ইংল্যান্ডকে টপকে ভারত হয়ে যাবে বিশ্বের এক নম্বর ওয়ানডে দল। ইন্দোরে মাঠে নামার আগে ভারতীয় দলের হেডস্যার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আবারও একবার বুঝিয়ে দিলেন যে, বিরাট-রোহিতদের সব সিরিজে বা সব ফরম্যাটে পাওয়া যাবে। কাজের ধকলের কথা মাথায় রেখে ও সিরিজের গুরুত্ব বুঝেই 'দ্য ওয়াল' দলের তারকাদের খেলাবেন।
দ্রাবিড় এদিন সাংবাদিকদের বলেন, 'যে পরিমাণ ক্রিকেট আমরা খেলছি, সেক্ষেত্রে আমাদের সাদা বলের টুর্নামেন্টকে গুরুত্ব দিতে হবে। বর্ডার গাভাসকর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপর নির্দিষ্ট কিছু সাদা বলের ক্রিকেট টুর্নামেন্টকে আমরা অগ্রাধিকার দেব।' ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পর হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেই সিরিজে বিশ্রামে ভারতের দুই ব্যাটিং মহারথী বিরাট-রোহিত। যাতে তাঁরা তরতাজা হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেন। দ্রাবিড় বলছেন, 'টি ২০ বিশ্বকাপের পর থেকে আমরা ছটি ম্যাচে গুরুত্ব দিয়েছিলাম। সেই ছ'টি ম্যাচই বিরাট খেলেছে। বিরাট-রোহিতের সঙ্গে আরও কয়েকজন বিশ্রামে যাবে। পরের সপ্তাহে যাতে তারা একদম চাঙ্গা হয়ে যেতে পারে। এরপর এক সপ্তাহের শিবির সেরে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলব। ফলে আমাদের নিশ্চিত ভাবে কিছু ফরম্যাটকে গুরুত্ব দিতে হবে।'
আরও পড়ুন: Rohit Sharma, IND vs NZ: অফ ফর্মে থাকা 'হিটম্যান'-এর কেরিয়ারে টার্নিং পয়েন্ট কোনটা? জানালেন দ্রাবিড়
এদিন দ্রাবিড় আরও বড় একটা কথা বলে দিয়েছেন। তিনি বলেন, 'সাম্প্রতিক ক্রিকেটে স্পেশালিস্ট উইকেটকিপারের দিন শেষ। দুর্ভাগ্যজনক হলেও, এটাই সত্যি। আমরা ভাগ্যবান যে, যারা আমাদের দলের উইকেটকিপার, তারা ব্যাটার হিসাবেও ভালো করেছে। সে ঈশান কিশান হোক কেএস ভারত হোক বা কেএল রাহুল। দুর্ভাগ্যবশত ঋষভ পন্থ আহত। এরা সকলেই কিন্তু উইকেটকিপার-ব্যাটার। এখনকার ক্রিকেটে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতেই হবে। এমনকী টি-২০ ফরম্যাটে জীতেশ শর্মাও ভালো ব্যাট করতে পারে। যেটা ও সইদ মুস্তাক আলি ট্রফি ও আইপিএলে করে দেখিয়েছে।' দ্রাবিড়ের কথায় একটা বিষয় স্পষ্ট যে, আগামীর রূপরেখা ভারত তৈরি করেই ফেলেছে। দলে বদল ঘটতেই থাকবে।