PSG vs Bayern Munich: ভূমিপুত্রই ফের ডুবিয়ে দিলেন পুরনো ক্লাবকে! পিএসজি-র দুঃস্বপ্নের নাম আজও কোম্যান

PSG 0-1 Bayern Munich: সেই কিংসলে কোম্যান। পিএসজি-র প্রাক্তন ফুটবলারই ফের ডুবিয়ে দিল পিএসজি-কে। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে করিয়ে দিলেন কোম্য়ান। মেসি-এমবাপেদের লড়াই আরও কঠিন হল চ্যাম্পিয়ন্স লিগে। আগামী ৯ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। এখন দেখার পিএসজি ম্যাজিক করতে পারে কিনা!  

Updated By: Feb 15, 2023, 04:50 PM IST
PSG vs Bayern Munich: ভূমিপুত্রই ফের ডুবিয়ে দিলেন পুরনো ক্লাবকে! পিএসজি-র দুঃস্বপ্নের নাম আজও কোম্যান
জয়ের নায়ক কোম্যান

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কিংসলে জুনিয়র কোম্যান (Kingsley Coman)! পিএসজি (PSG) খুব ভালো ভাবে জানে যে, এই ফুটবলার নিছকই বায়ার্ন মিউনিখের (Bayern Munich) উইঙ্গার নয়, পিএসজি-র কাছে দুঃস্বপ্নও। প্যারিস জন্মানো ও প্যারিসেই বেড়ে ওঠা ফুটবলার ২০০৪-২০১৪ (ইউথ ও সিনিয়র কেরিয়ার মিলিয়ে) পর্যন্ত খেলেছে পিএসজি-তেই। ২০২০ সালে এই কোম্যানের একমাত্র গোলেই বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (Champions League Final 2020) জিতেছিল পিএসজি-কে হারিয়ে। ফের সেই কোম্যানই আবার গোল করলেন পুরনো ক্লাবের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্য়ান ১-০ গোলে পিএসজি-কে হারিয়েছে (PSG vs Bayern Munich)। আর একমাত্র গোলদাতা সেই কোম্যানই। পিএসজি-র কোম্যান দুঃস্বপ্ন রয়েই গেল। এই জয়ের সঙ্গেই জার্মান দল শেষ আটের দিকে এক পা বাড়িয়ে গেল। অন্যদিকে টানা দ্বিতীয়বার পিএসজি-র চ্যাম্পিয়ন্স লিগ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হল। 

আরও পড়ুনCristiano Ronaldo । Georgina Rodriguez: প্রেমদিবসে উষ্ণতায় ভিজিয়ে দিলেন CR7, রোনাল্ডোর রানি কে?

২০২৩ সালে ক্রিস্টোফ গ্যালতিয়ের পিএসজি পাঁচ ম্যাচ হেরে বসল। ম্যাচের প্রথমার্ধে পিএসজি ভালো খেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি আর। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমাররা খেলেও বৈতরণী পার করাতে পারেননি। পার্স দে প্রিন্সেস হতাশ হয়ে গিয়েছিল ৫৩ মিনিটে। তখনই ডেভিসের ক্রস থেকে দুরন্ত গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কোম্যান। যদিও পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে সেলিব্রেট করা থেকে বিরত থাকেন তিনি। গোল খাওয়ার চার মিনিটের মধ্যে প্যারিসের সমর্থকরা ফুটতে শুরু করেছিলেন। কারণ কার্লোস সোলারকে নামিয়ে এমবাপেকে মাঠে আনেন প্যারিস কোচ। চোটের জন্য দু'সপ্তাহ মাঠে না নামা ফ্রান্স তারকা খেললেন এই ম্যাচে। তবে জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে একবার ইয়ান সোমার রুখে দেন, অন্য়বার অফসাইডের ফাঁদে পা দিয়ে ফেলেন নিনজা 'টার্টল'। ম্য়াচের পর বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, 'আমরা প্রথম ২৫ মিনিট সত্যিই দারুণ খেলেছি। সেরা দলই জিতেছে। উল্লেখযোগ্য জয়। তবে দ্বিতীয় লেগ আসছে। আমরা শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলেছি। এমবাপে আসায় ওরা গভীরতা পেয়েছিল।' আগামী ৯ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। ফ্যানরা এখনই বলছেন যে, বায়ার্নের জেতার সম্ভাবনা শতকরা ৫৬ শতাংশ। পিএসজি-র ২২ শতাংশ। যদিও বায়ার্ন সেই ম্যাচে সেন্টার ব্যাক বেঞ্জামিন পাভার্ডকে পাবে না। কারণ তিনি ম্যাচের অন্তিম লগ্নে লাল কার্ড দেখেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.