Pritam Kotal: সুনীল-স্টিমাচদের নিয়ে ফেসবুক পোস্ট! কেন আবেগি হয়ে পড়লেন উত্তরপাড়ার ছেলে?

Pritam Kotal on 50 matches for Team India: দেখতে দেখতে দেশের জার্সিতে ৫০টি ম্যাচ খেলে ফেললেন প্রীতম কোটাল। আবেগি হয়ে উত্তরপাড়ার বাঙালি ফুটবলার সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট। ইগর স্টিমাচের থেকে ৫০ লেখা জার্সি পাওয়ার ছবিও শেয়ার করেছেন প্রীতম।  

Updated By: Jun 22, 2023, 06:36 PM IST
Pritam Kotal: সুনীল-স্টিমাচদের নিয়ে ফেসবুক পোস্ট! কেন আবেগি হয়ে পড়লেন উত্তরপাড়ার ছেলে?
ভারত-পাক ম্যাচে অ্যাকশনে প্রীতম। ছবি ফুটবলারের ফেসবুক থেকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রীতম কোটাল (Pritam Kotal)। ২৯ বছরের উত্তরপাড়ার ফুটবলার শুধু বাংলারই নন, দেশেরও গর্ব। জাতীয় দলের নক্ষত্র ডিফেন্ডার খেলে ফেললেন দেশের জার্সিতে ৫০ নম্বর আন্তর্জাতিক ম্যাচ। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে  (Sree Kanteerava Stadium) ভারত ৪-০ গোলে, পাকিস্তানকে (India vs Pakistan) উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) অভিযান শুরু করেছে। আর এই ম্যাচে  যথারীতি রক্ষণের দায়িত্বে ছিলেন প্রীতম। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ খেলে আবেগি সুনীল ছেত্রীদের (Sunil Chhetr) সতীর্থ। ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে তাঁর আবেগ ব্যক্ত করেছেন ২৯ বছরের মোহনবাগানের ফুটবলার। 

প্রীতম তাঁর ফেসবুকে লেখেন, 'কেরিয়ারে কিছু মাইলস্টোন স্পর্শ করার পর আমার খিদে আরও বেড়ে যায়। দেশের জার্সিতে ৫০ নম্বর ম্যাচ খেলতে পেরে খুশি। কেরিয়ারে সমর্থন করার জন্য সতীর্থ, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই। আর এই দলটির কথা বিশেষ ভাবে বলতেই হবে। বেঙ্গালুরুর মানুষের কথাও বলতে হবে। এই দিনটি আরও বিশেষ করে দিলেন তাঁরা। অসাধারণ পরিবেশে দারুণ রেজাল্ট এল। এই মোমেন্টাম ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে আগামীতে।' সাফে গ্রুপ 'এ'-তে ভারতের সঙ্গে রয়েছে  কুয়েত, নেপাল ও পাকিস্তান। আগামী শনিবার ভারত সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে।

আরও পড়ুন: Sunil Chhetri, IND vs PAK: স্টিমাচের লাল কার্ডের পরেও সুনীলের হ্যাটট্রিক, ৪-০ গোলে পাক বাঙ্কার উড়িয়ে দিল ভারত

২০১৫ সালের ১২ মার্চ প্রীতম দেশের জার্সিতে সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন। প্রতিপক্ষ ছিল নেপাল। তখন ভারতের দায়িত্বে ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। প্রীতম ওই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন। তবে ষষ্ঠ মিনিটে প্রীতমকে দেখতে হয়েছিল হলুদ কার্ড। বিশ্বকাপের বাছাই পর্বের ওই ম্যাচ ভারত জিতেছিল ২-০ ব্যবধানে। এই ম্যাচের নয় মাস পর প্রীতম দেশকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অতিরিক্ত সময়ে খেলা গড়িয়েছিল। ভারত ২-০ গোলে হারিয়েছিল আফগানিস্তানকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.