Sanjay Dutt: শাহরুখ, প্রীতির পর এবার ক্রিকেট দল কিনলেন 'সঞ্জু বাবা'

২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৯ জুলাই পর্যন্ত। সবকটি ম্যাচই হবে হারারে শহরে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন বলিউডের 'খলনায়ক'। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 22, 2023, 05:09 PM IST
Sanjay Dutt: শাহরুখ, প্রীতির পর এবার ক্রিকেট দল কিনলেন 'সঞ্জু বাবা'
এবার ক্রিকেটেও নাম লেখালেন সঞ্জয় দত্ত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টার (Preity Zinta) পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন আরও এক বলিউড (Bollywood) তারকা। জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। তার একটি দল কিনেছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে জিম অ্যাফ্রো টি-টেন লিগ (Zimbabwe Afro T20 League)। সঞ্জয়ের দলের নাম 'হারারে হ্যারিকেনস' (Harare Hurricane)।

২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৯ জুলাই পর্যন্ত। সবকটি ম্যাচই হবে হারারে শহরে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন বলিউডের 'খলনায়ক'। 

আরও পড়ুন: Neymar Jr And Bruna Biancardi: সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনার বিশ্বাসভঙ্গ! খোলা চিঠিতে ক্ষমা চাইলেন নেইমার

আরও পড়ুন: IND vs PAK, SAFF Championship 2023: মেজাজ হারিয়ে অহেতুক লাল কার্ড দেখে কী সাফাই দিলেন ইগর স্টিমাচ?

এই প্রথম জিম্বাবোয়েতে শুরু হচ্ছে এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। অন্য দলগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। অর্থাৎ তিনটি দল দক্ষিণ আফ্রিকার শহরের নামে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফট আয়োজিত হবে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.