EPL 2019-20: প্রিমিয়ার লিগে নজির! এক বছর অপরাজিত থাকল লিভারপুল

নতুন বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়ে ফেলল ক্লপের দল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 3, 2020, 02:55 PM IST
EPL 2019-20: প্রিমিয়ার লিগে নজির! এক বছর অপরাজিত থাকল লিভারপুল

নিজস্ব প্রতিবেদন : ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য নজির গড়ল য়ুর্গেন ক্লপের লিভারপুল। অ্যানফিল্ডে শেফিল্ড ইউনাইটেডকে  হারিয়ে ইপিএলে অপরাজিত থাকার এক বছর পূর্ণ করল লিভারপুল।

নতুন বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়ে ফেলল ক্লপের দল। ২০১৯ সালের ৩ জানুযারি ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেছিল রেডসরা। তারপর থেকে ৩৭টি লিগের ম্যাচে অপরাজিত লিভারপুল। বৃহস্পতিবার ঘরের মাঠে অ্যানফিল্ডে শেফিল্ডের বিরুদ্ধে রেডসদের হয়ে দুই অর্ধে গোল দুটি করেন মোহামেদ সালাহ আর সাদিও মানে।

চলতি ইপিএলে ২০টি ম্যাচের মধ্যে ১৯টি তেই জিতেছে লিভারপুল। ২০১৯-২০ মরশুমে ২০ ম্যাচ পর ৫৮ পয়েন্টে দাঁড়িয়ে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের থেকে ১৩ পয়েন্টে এগিয়ে সালাহরা। তবে লিগে একবছর অপরাজিত থাকার পর লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানান, "এটা খুবই ইতিবাচক একটা দিক। আর এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এটা সত্যিই নজিরবিহীন। "

আরও পড়ুন - বরফে ঘেরা পাহাড়ে বান্ধবীর সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন ঋষভ পন্থ

 

.