সব আইসিসি টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া: ব্রায়ান লারা

২০১৩ সালে শেষবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। তাও আবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 3, 2020, 11:48 AM IST
সব আইসিসি টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া: ব্রায়ান লারা

নিজস্ব প্রতিবেদন: ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ ক্রিকেটের রাজপুত্রের। বরং বলা ভাল ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার মতে, বিরাট কোহলির নেতৃত্বে যে কোনও আইসিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে টিম ইন্ডিয়া।

২০১৩ সালে শেষবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। তাও আবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। চ্যাম্পিয়ন না হলেও আইসিসি টুর্নামেন্টে বেশ ধারাবাহিক ভারতীয় দল- ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ২০১৯ সালের বিশ্বকাপ সেমি ফাইনালে ওঠে ভারতীয় দল। এই বছরও অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপেরও অন্যতম দাবিদার কোহলির ভারত, এমনটাই মনে করেন লারা।

এই প্রসঙ্গে লারা বলেন, "আমি মনে করি, ওরা(ভারত) যে টুর্নামেন্টই খেলুক না কেন সেটাই জেতার ক্ষমতা রাখে।  আমি আরও মনে করি,বিরাট কোহলি এবং তার দল অর্থাত্  ইন্ডিয়া টিম কিন্তু সবারই টার্গেটে থাকে, সবাই চায় ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে। সেটা কোয়ার্টার ফাইনাল হোক কিংবা সেমি ফাইনাল কিংবা ফাইনাল। "

আরও পড়ুন - পোলিও আক্রান্ত মাদ্দা রামের ক্রিকেট খেলার ভিডিয়ো শেয়ার করলেন সচিন, নেটদুনিয়ায় ঝড়

.