পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিন বৃষ্টিতে খেলা হল মাত্র ২২ ওভার

সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। তবুও পোর্ট অফ স্পেনে সিরিজের চতূর্থ তথা শেষ টেস্টে জিতেই শেষ করতে চাইছেন বিরাট কোহলি এবং তাঁদর দলের সতীর্থরা। যদিও পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিন থাকলো বৃষ্টিবিঘ্নিতই।

Updated By: Aug 19, 2016, 10:03 AM IST
 পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিন বৃষ্টিতে খেলা হল মাত্র ২২ ওভার

ওয়েব ডেস্ক: সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। তবুও পোর্ট অফ স্পেনে সিরিজের চতূর্থ তথা শেষ টেস্টে জিতেই শেষ করতে চাইছেন বিরাট কোহলি এবং তাঁদর দলের সতীর্থরা। যদিও পোর্ট অফ স্পেন টেস্টের প্রথম দিন থাকলো বৃষ্টিবিঘ্নিতই।

আরও পড়ুন  বন্ধুত্বের দাম দশটা টাকা

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও সারাদিনে খেলা হয়েছে মাত্র ২২ ওভার। প্রথম দিনের শেষে ২২ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৬২ রান। ব্রেথওয়েট অপরাজিত রয়েছেন ৩২ রান করে। ক্রিজে রয়েছেন মার্লন স্যামুয়েলসও। তিনি অপরাজিত রয়েছেন ৪ রান করে। আউট হয়েছেন জনসন (৯) রান এবং ব্রাভো (১০) রানে। একটি করে উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন এবং অশ্বিন।

আরও পড়ুন  রিও অলিম্পিকে লড়াইয়ের স্বপ্ন শেষ নরসিং যাদবের

.