ঋদ্ধির চোট, ভারতীয় টেস্ট দলে কামব্যাক পার্থিবের
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে নামার আগে ১৬ জনের দল ঘোষণা করলেও, ২৪ ঘণ্টার মধ্যেই দলে বড়সর রদবদল করল ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট। উইকেটকিপার ঋদ্ধিমান সাহার বদলে দলে এলেন পার্থিব প্যাটেল।
ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে নামার আগে ১৬ জনের দল ঘোষণা করলেও, ২৪ ঘণ্টার মধ্যেই দলে বড়সর রদবদল করল ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট। উইকেটকিপার ঋদ্ধিমান সাহার বদলে দলে এলেন পার্থিব প্যাটেল।
NEWS ALERT - @parthiv9 replaces injured @Wriddhipops for the Mohali Test @Paytm #INDvENG pic.twitter.com/vnhe5q1ZtU
— BCCI (@BCCI) November 23, 2016
মঙ্গলবার যে ১৬ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট , সেই তালিকায় ছিলেন বাংলার তথা ভারতীয় ক্রিকেটের উদীয়মান উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ২৪ ঘন্টাও কাটেনি, এবার ঋদ্ধির পরিবর্ত হিসেবে ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন পার্থিব প্যাটেল। ক্রিকেট মহল অবশ্য মনে করছে পরপর দুই টেস্টে ঋদ্ধির ব্যাটে খরা এবং রাজকোটে বেশ কিছু ক্যাচ ফেলে দেওয়ায় এই সিধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। অন্যদিকে রঞ্জিতে পার্থিবের ব্যাটে রানই তাঁকে ভারতীয় দলে কামব্যাক করার সুযোগ এনে দিল। মোহালি টেস্টে ভারতীয় দলের উইকেট কিপার হিসেবে দেখা যাবে পার্থিব প্যাটেলকে।