কেনিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল নতুন এই দেশ!

২০২০ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এই বিশ্বকাপে খেলবে মোট ১৬টি দেশ। ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ১২টি দেশ। 

Updated By: Oct 28, 2019, 01:31 PM IST
কেনিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল নতুন এই দেশ!

নিজস্ব প্রতিবেদন: রবিবার দুবাইয়ে কেনিয়াকে ৭৩ রানে অলআউট করে, ৪৫ রানে হারিয়ে আগামী টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল পাপুয়া নিউ গিনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ওশিয়ানিয়া মহাদেশ থেকে তৃতীয় দেশ হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বিশ্বকাপের আসরে খেলবে পাপুয়া নিউ গিনি।

২০২০ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। রবিবার তার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল কেনিয়া আর পাপুয়া নিউ গিনি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট খুইয়ে ১১৮ রান তোলে পাপুয়া নিউ গিনি। এর মধ্যে নেরম্য়ান ভানুয়া ৪৮ বলে ৫৪ রান করেন। কিন্তু ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেনিয়ার ব্যাটিং লাইন। মাত্র ৭৩ রানেই অলআউট হয়ে যায় কেনিয়া। ইরফান করিম (২২ বলে ২৯ রান) ছাড়া কেনিয়ার কোনও ব্যাটসম্যানই সে ভাবে দাঁড়াতেই পারেননি পাপুয়া নিউ গিনির বোলারদের সামনে। বিশেষ করে নোসাইনা পোকানার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে (২১ রান খরচ করে ৩ উইকেট) কার্যত মুখ থুবড়ে পড়ে কেনিয়ার ব্যাটিং লাইন।

তবে কেনিয়াকে হারিয়েই টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি পাপুয়া নিউ গিনি। গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডস ১৩১ রানের লক্ষ্য  ১২.৩ ওভারে ছুঁয়ে ফেলতে পারলে ম্যাচ জিতেও ছিটকে যেতে হত পাপুয়া নিউ গিনিকে। কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে ১৩১ রান তুলতে ১৭ ওভার লেগে যায় নেদারল্যান্ডসের। এর ফলেই ২০২০ সালের টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় পাপুয়া নিউ গিনির।

আরও পড়ুন: ওয়ার্নারের একার রানই তুলতে পারল না গোটা শ্রীলঙ্কা! টি-২০ তে লজ্জার হার মালিঙ্গাদের

২০২০ সালের টি-২০ বিশ্বকাপে খেলবে মোট ১৬টি দেশ। ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ১২টি দেশ। এই ১২ দলের মধ্যে রয়েছে, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড আর পাপুয়া নিউ গিনি। বাকি কোন চার দল আগামী বিশ্বকাপে খেলবে, তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

.