ওয়ার্নারের একার রানই তুলতে পারল না গোটা শ্রীলঙ্কা! টি-২০ তে লজ্জার হার মালিঙ্গাদের

নির্বাসনের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে টি-২০ ম্যাচ খেললেন স্মিথ ও ওয়ার্নার। 

Updated By: Oct 27, 2019, 03:44 PM IST
ওয়ার্নারের একার রানই তুলতে পারল না গোটা শ্রীলঙ্কা! টি-২০ তে লজ্জার হার মালিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদন : একা ওয়ার্নারের রান তুলতে পারল না গোটা শ্রীলঙ্কা দল। ১৩৪ রানে লজ্জার হার লাসিথ মালিঙ্গাদের। এতদিন পর্যন্ত সাতটি টি-২০ সেঞ্চুরি ছিল ডেভিড ওয়ার্নারের পকেটে। তবে সব কটাই ঘরোয়া ক্রিকেটে। এই প্রথম আন্তর্জাতিক টি-২০ তে সেঞ্চুরি পেলেন ওয়ার্নার। অ্যাডিলেডে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে যেন তাণ্ডব করলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান। সামনের বছর টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। আর শুরুতেই ঝড় তুললেন ওয়ার্নার। নির্বাসনের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে টি-২০ ম্যাচ খেললেন স্মিথ ও ওয়ার্নার। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ৯৯ রানে।

আরও পড়ুন-  মাত্রাতিরিক্ত দূষণ! ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ আয়োজন ঘিরে আশঙ্কা

২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্নার শেষবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন। স্মিথ শেষবার টি-২০ বিশ্বকাপে খেলেছিলেন জাতীয় দলের হয়ে। সেবার মোহালিতে ভারতের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন তিনি। এদিন অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে নামতে হয়নি স্মিথকে। কিন্তু ওয়ার্নার এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ৫৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কা সৌজন্যে ১০০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর আগে ওয়ার্নার টি-২০ ক্রিকেটে অপরাজিত ৯০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন। সেটাও তিনি করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধেই। 

.