ইডেনে জিতল পাকিস্তান কিন্তু আফ্রিদি কত করলেন!
পাকিস্তান অনুশীলনকে ঘিরে বিতর্ক ইডেনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পর অনুশীলন করতে চান আফ্রিদিরা। কিন্তু তারা অনুশীলন শুরু করার আগেই মূল পিচ জল দিয়ে ভিজিয়ে ফেলেন ইডেনের গ্রাউন্ডস স্টাফরা। তাতে কিছুটা বিরক্ত হন পাক ক্রিকেটাররা। যদিএ পিচ কিউরেটর সুজন মুখার্জির দাবি তিনি কিছুই জানতেন না। পরে শোয়েব মালিক অনুরোধ করাতে সাইড পিচে বোলিং অনুশীলন করার অনুমতি দেওয়া হয়। ততক্ষণে তিনটি বাতিস্তম্ভের আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল। পরে সিএবি কর্তাদের হস্তক্ষেপে তাও জ্বালিয়ে দেওয়া হয়। এদিন ইডেনে ওয়ার্ম আপ ম্যাচে হাফিজের অনবদ্য সত্তর রান ও বাঁহাতি স্পিনার ওয়াসিমের চার উইকেটের দৌলতে পাকিস্তান পনেরো রানে হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। যদিও ম্যাচে মাত্র ০ রান করলেন পাক আফ্রিদি!
ওয়েব ডেস্ক: পাকিস্তান অনুশীলনকে ঘিরে বিতর্ক ইডেনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পর অনুশীলন করতে চান আফ্রিদিরা। কিন্তু তারা অনুশীলন শুরু করার আগেই মূল পিচ জল দিয়ে ভিজিয়ে ফেলেন ইডেনের গ্রাউন্ডস স্টাফরা। তাতে কিছুটা বিরক্ত হন পাক ক্রিকেটাররা। যদিএ পিচ কিউরেটর সুজন মুখার্জির দাবি তিনি কিছুই জানতেন না। পরে শোয়েব মালিক অনুরোধ করাতে সাইড পিচে বোলিং অনুশীলন করার অনুমতি দেওয়া হয়। ততক্ষণে তিনটি বাতিস্তম্ভের আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল। পরে সিএবি কর্তাদের হস্তক্ষেপে তাও জ্বালিয়ে দেওয়া হয়। এদিন ইডেনে ওয়ার্ম আপ ম্যাচে হাফিজের অনবদ্য সত্তর রান ও বাঁহাতি স্পিনার ওয়াসিমের চার উইকেটের দৌলতে পাকিস্তান পনেরো রানে হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। যদিও ম্যাচে মাত্র ০ রান করলেন পাক আফ্রিদি!