ভারতের প্রশংসা করে বিপাকে আফ্রিদি, হুমকি থেকে ধিক্কারে ভরিয়ে দিচ্ছেন সবাই!
টি২০ বিশ্বকাপে মাঠে নামার আগে বেজায় বিপাকে পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। ভারতে এসে প্রথম সাংবাদিক সম্মেলনে এদেশের সম্পর্কে অনেক অনেক ভালো কথা বলেছিলেন। বলেছিলন যে, 'এ দেশে তিনি এবং তাঁরা যে সমর্থন পান, তা তাঁদের নিজেদের দেশে পাকিস্তানেও পান না!'
ওয়েব ডেস্ক: টি২০ বিশ্বকাপে মাঠে নামার আগে বেজায় বিপাকে পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। ভারতে এসে প্রথম সাংবাদিক সম্মেলনে এদেশের সম্পর্কে অনেক অনেক ভালো কথা বলেছিলেন। বলেছিলন যে, 'এ দেশে তিনি এবং তাঁরা যে সমর্থন পান, তা তাঁদের নিজেদের দেশে পাকিস্তানেও পান না!'
এ কথা বলে ভারতীয়দের মন হয়তো জিতে নিয়েছেন আফ্রিদি। ঠিক যেমন ভালো ভালো কথা বলেছেন দেশের জামাই তথা পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকও! শোয়েব মালিক বলেছিলেন, তিনি এ দেশে প্রায়ই আসেন। কিন্তু নিরাপত্তার কোনও সমস্যা হয় না।
ভারত সম্পর্কে এত ভালো ভালো কথা বলার পর পাকিস্তানের মানুষ কি আফ্রিদিকে ছেড়ে দেয়! তাই শুরুটা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঞাদাঁদ। প্রচণ্ড বিরক্ত হয়ে জাভেদ বলেছেন, 'আফ্রিদি যে সমস্ত কথা বলেছে, তাতে ওর লজ্জিত হওয়া উচিত। ও নিজে তো লজ্জিত হওয়ার মতোই কাজ করেছে। পাশাপাশি দেশের মানুষকেও লজ্জায় ফেলে দিয়েছে। আমি পাকিস্তান ক্রিকেট কর্তাদের অনুরোধ করব, এই ক্রিকেটারদের মিডিয়া ট্রেনিং দেওয়ার জন্য। এত বছর পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার পরও ভারত সফরে গিয়ে কেমন কথা বলতে হয়, ও সেটা জানে না, দেখে অবাক হচ্ছি।'
আফ্রিদিদের সমালোচনা করেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানও। শুধু প্রাক্তন ক্রিকেটাররাই নয়, গোটা পাকিস্তানে আফ্রিদির নামে ছি ছি পড়ে গিয়েছে। কেউ কেউ হুমকিও দিচ্ছেন, দেশে ফিরলে আফ্রিদিদের দেখে নেবেন বলে।