Steve Smith বিশ্বরেকর্ড করলেন Pakistan vs Australia 3rd Test-এ
কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara) ও সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলে রেকর্ড করলেন স্টিভ স্মিথ (Steve Smith)
নিজস্ব প্রতিবেদন: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) চলছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (Pakistan vs Australia 3rd Test)। বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলায় অজি ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith) এক অনন্য় রেকর্ড করলেন। এদিন স্মিথ বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করলেন।
শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara) ও কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) থেকেও কম ইনিংস নিলেন তিনি। স্মিথ আট হাজারি হতে নিলেন ১৫১ ইনিংস। সঙ্গাকারার টেস্টে ৮০০০ রান করতে লেগেছিল ১৫২ ইনিংস, এই মাইলস্টোন স্পর্শ করতে সচিন নিয়েছিলেন ১৫৪ ইনিংস। স্মিথ প্রথম ইনিংসে ৫৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়ে যান।
(@ICC) March 24, 2022
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৯১ রান করে। যার জবাবে পাকিস্তান ২৬৮ রানে গুটিয়ে যায়। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে কার্যত দিশাহীন হয়ে পড়েছিল বাবর আজমের দল। স্টার্ক চারটি ও কামিন্স পাঁচটি উইকেট নেন। মাত্র ২০ রানে শেষ ৭ উইকেট চলে যায় পাকিস্তানের।টেস্ট ক্রিকেটে ষষ্ঠ বার ইনিংসে পাঁচ উইকেট নেন অজি ক্যাপ্টেন কামিন্স।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তিন উইকেটে ২২৭ রান করে ডিক্লেয়ার করে। উসমান খোয়াজার (১০৪) শতরানের পাশাপাশি ডেভিড ওয়ার্নার অর্ধ-শতরান (৫১) করেন। শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৭৮ রান। হাতে রয়েছে ১০ উইকেট। ইমাম-উল-হক (৪২) ও আবদুল্লাহ শাফিক (২৭) অপরাজিত রয়েছেন দিনের শেষে।
আরও পড়ুন: MS Dhoni-Virat Kohli: ধোনিকে ঠিক এতটাই সম্মান করেল কোহলি! কথা বলছে আবেগি টুইট
আরও পড়ুন: MS Dhoni-Virat Kohli খেলছেন, তবে অধিনায়ক নন! এমনটা প্রথম দেখছে IPL