এক নজরে অলিম্পিক স্টেডিয়াম

অলিম্পিক ভিলেজের স্টেডিয়াম। বিশ্বের তাবড় তাব়ড অ্যাথলিটদের রণক্ষেত্র। এখানেই কারও স্বপ্ন হবে সফল কেউ কেউ আবার হবেন ব্যর্থ। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় নামছেন অলিম্পিকের কোন কোন স্টেডিয়ামে, ২৭ জুলাই থেকে আগামী ১৭ দিন বিশ্বের ভারতের রণক্ষেত্র কোনগুলি তাই দেখে নেওয়া যাক।

Updated By: Jul 27, 2012, 03:45 PM IST

অলিম্পিক ভিলেজের স্টেডিয়াম। বিশ্বের তাবড় তাব়ড অ্যাথলিটদের রণক্ষেত্র। এখানেই কারও স্বপ্ন হবে সফল কেউ কেউ আবার হবেন ব্যর্থ। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় নামছেন অলিম্পিকের কোন কোন স্টেডিয়ামে, ২৭ জুলাই থেকে আগামী ১৭ দিন বিশ্বের ভারতের রণক্ষেত্র কোনগুলি তাই দেখে নেওয়া যাক।
 
১.অ্যাকুয়াটিক্স সেন্টার (অবস্থিত অলিম্পিক পার্কের দক্ষিণ-পূর্ব কোণে)
 
এখানে ভারতের সাঁতারুরা প্রতিযোগিতায় নামবেন।
 
২.রয়্যাল ভিক্টোরিয়া ডক এক্সসেল
এখানে বেশ কয়েকটি বিভাগে ভারতীয় প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। যেমন বক্সিং, জুডো, টেবিল টেনিস, ভারোত্তলন এবং কুস্তি। ইন্ডোর এই স্টেডিয়ামে বিশেষ নজর একটাই কারণে। যে যে প্রতিযোগিতাগুলি এখানে হবে, সেগুলির কয়েকটি থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

৩.লর্ডস
 
ঐতিহাসিক এই ক্রিকেট মাঠে ভারতীয় তি‍রন্দাজ দল নামবে পদকের লক্ষ্যে।
 
৪.রিভারব্যাঙ্ক অ্যারেনা (অলিম্পিক পার্ক)
 
এই রিভারব্যাঙ্ক অ্যারেনার ব্লু টার্ফে হকিতে লড়াইয়ে নামবে ভারতীয় দল।
 
৫.রয়্যাল আর্টিলারি ব্যারাকস্ (দক্ষিণ-পূর্ব লন্ডন)
 
এই ভেন্যুতে ভারতের শুটিং দল নামবে অলিম্পিক পদক জয়ের লক্ষ্যে। গতবারের সাফল্যের জন্য এবার তাই শুটিংয়ের দিকে নজর থাকবে ভারতীয়দের।
 
৬.উইম্বলডন (দক্ষিণ-পশ্চিম লন্ডন)
 
লর্ডসের মত আরেক বিখ্যাত স্টেডিয়াম উইম্বলডনে টেনিসে পদক জয়ের জন্য লড়াইয়ে নামবেন ভারতীয়রা। যাদের মধ্যে রয়েছেন পেজ-সানিয়া, ভূপতি-বোপন্না জুটি অন্যতম।

৭.এটন ডর্নি (বাকিংহামশ্যায়ার)
 
এই ভেনুতে ভারতীয়রা নামবেন রোয়িং প্রতিযোগীতার জন্য।
 
৮.ওয়েম্বলি অ্যারেনা (ওয়েম্বলি)
 
বিখ্যাত ওয়েম্বলি অ্যারেনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নামেবন ভারতীয় প্রতিযোগীরা।
 
৯.অলিম্পিক স্টেডিয়াম,হ্যাম্পডেন পার্ক
 
মূল অলিম্পিক স্টেডিয়ামে অ্যাথলেটিক্স বিভগে নামবেন ভারতীয় অ্যাথলিটরা।
 
এগুলি ছাড়াও নজরে থাকবে অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলি-

১.কভেন্ট্রি সিটি স্টেডিয়াম(কভেন্ট্রি)
 
এই স্টেডিয়ামে হবে ফুটবল প্রতিযোগিতা
 
২.ওয়েম্বলি স্টেডিয়াম (ওয়েম্বলি পার্ক)
 
বিখ্যাত এই স্টেডিয়ামেও হবে ফুটবল প্রতিযোগিতা
 
৩.ওল্ড ট্র্যাফোর্ড (ট্র্যাফোর্ড,গ্রেটার ম্যানচেস্টার)
 
ম্যান ইউয়ের এই হোম গ্রাউন্ডে বসবে অলিম্পিকের ফুটবলের আসর

.