Argentina vs Croatia | IND vs BAN: কোনও ভাবেই দেখা যাবে না মেসিদের খেলা! জারি করলেন ফতোয়া...
No FIFA World Cup semi-finals for Bangladesh players: সকাল সাড়ে নটায় টেস্ট খেলার জন্য শাকিবদের নামতে হবে মাঠে। এই পরিস্থিতিতে আজ রাত জেগে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখা যাবে না। সাকিবদের কড়া বার্তা বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল অর্থাৎ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ (IND vs BAN 1st Test) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ জিতে টেস্ট খেলতে নামছে। অন্যদিকে মঙ্গলবার অর্থাৎ আজ লুসেল স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। যে জিতবে, সেই পৌঁছে যাবে ফাইনালে। এহেন হেভিওয়েট ম্যাচে দেখার অনুমতি নেই সাকিব আল হাসান অ্যান্ড কোংয়ের (Shakib Al Hasan)। এমনটাই নিদান বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর (Russell Domingo)
কেন এই ফতোয়া জারি করেছেন ডমিঙ্গো? 'এক স্পোর্টস ওয়েবাসাইটে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশর কোচ বলেন, 'আমাদের তাড়াতাড়ি বিছানায় যেতে হবে। পরিষ্কার কথা এটাই। টেস্ট শুরু হবে আগামিকাল সকাল সাড়ে নটায়। সেখানে রাত জেগে ভোর তিনটে পর্যন্ত ম্যাচ দেখা যাবেই না। কেউ যদি এমনটা করে তা অত্যন্ত হতাশাজনক হবে।' সেমি ফাইনালের কোনও ম্যাচ না দেখারই কথা বলেছেন ডমিঙ্গো।
চোটের জন্য এই টেস্টে দলের বাইরে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্বে কেএল রাহুল। গত রবিবার জাতীয় সিনিয়র দলের নির্বাচকরা এই টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছেন। ফাস্টবোলার মহম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে পুরোপুরি সেরে ওঠেনি এখনও। শামিকে কাঁধ ও জাদেজাকে হাঁটু ভোগাচ্ছে। ফলে শামি-জাদেজা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নবদীপ সাইনি ও সৌরভ কুমার এসেছেন। এর পাশাপাশি জোরে বোলার জয়দেব উনাদকাটকেও দলে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋভষ পন্থ, কেএল ভারত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)