লজ্জার হার ক্রাইস্টচার্চে; কোহলিদের মাটিতে নামিয়ে আনল কিউইরা,টেস্টেও বিরাটদের চুনকাম করে ছাড়ল ব্ল্যাক ক্যাপসরা
এই সফরে টেস্ট সিরিজে চার ইনিংসের মধ্যে সবচেয়ে কম রান তুলল ভারত।
নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত কিংবা আশঙ্কা যেটাই বলুন না কেন, সেটা ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই যা হওয়ার তাই হল তৃতীয় দিনে। ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ - একই ছবি। নিউ জিল্যান্ডে টিম ইন্ডিয়ার দুঃসময় অব্যাহত। তিন দিনেই শেষ দ্বিতীয় টেস্টও। একদিনের সিরিজের পর টেস্টেও টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে ছাড়ল নিউ জিল্যান্ড। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হারের মুখ দেখল ভারত। তাও আবার হোয়াইটওয়াশের লজ্জা। কিং কোহলিদের দর্পচূর্ণ কিউইদের দেশে।
New Zealand sweep India 2-0!
It's a seven-wicket victory for the @BLACKCAPS and they take all 120 World Test Championship points!
#NZvIND pic.twitter.com/VX9Vu6DtWs
— ICC (@ICC) March 2, 2020
ভারত অধিনায়ক বিরাট কোহলি হোক কিংবা কোচ রবি শাস্ত্রী বড় মুখ করে বলে থাকেন, পৃথিবীর যেখানেই হোক সেখানেই টেস্ট জেতার ক্ষমতা রাখে ভারত। কিন্তু কার্যক্ষেত্রে যেন সেই পুর্নমুষিক ভবঃ! বিদেশের সবুজ উইকেটে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার ছবি। পর পর দুটো টেস্টেই কার্যত কিউই পেসারদের কাছে অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় ব্যাটিং। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯০ রানে ৬ উইকেট নিয়ে ধুঁকতে থাকা ভারত তৃতীয় দিনের শুরুতে ১২৪ রানে ধরাশায়ী। জাদেজা ১৬ রানে অপরাজিত থাকেন। বাকিদের কথা যত কম বলা যায় ততই ভাল। এই সফরে টেস্ট সিরিজে চার ইনিংসের মধ্যে সবচেয়ে কম রান তুলল ভারত।
ভারতের প্রথম ইনিংসে ২৪২ রানের জবাবে ২৩৫ রান তোলে নিউ জিল্যান্ড। ৭ রানের লিড নেওয়া ভারত দ্বিতীয় ইনিংসে সাউদি-বোল্টদের দাপটে শেষ মাত্র ১২৪ রানে। প্রথম ইনিংসে তরুণ পেসার কাইল জেমিসনের পর দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি মিলে ভারতকে ধরাশায়ী করে। সাউদি নিলেন ৩টি আর বোল্ট নিলেন ৪টি উইকেট। ১৩২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার টম লাথাম(৫২) ও টম ব্লান্ডেলের (৫৫) হাফ সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড। ম্যাচের সেরা কাইল জেমিসন। সিরিজ সেরা টিম সাউদি। ওয়ানডে সিরিজের পর এবার টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করল কিউইরা।
আরও পড়ুন - করোনা আতঙ্কের জেরে বাতিল দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক!