মহমেডানের ডানা ছাঁটার পরিকল্পনা ইস্টবেঙ্গলের

Updated By: Sep 11, 2017, 11:35 PM IST
মহমেডানের ডানা ছাঁটার পরিকল্পনা ইস্টবেঙ্গলের

ব্যুরো: মহমেডান ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। এবারের ঘরোয়া লিগে দুই উইং দিয়ে ঝড় তুলেছে মহমেডান। দারুণ ফর্মে আছেন শেখ ফৈয়াজ। তাই মহমেডানের ডানা ছাঁটার পরিকল্পনা শুরু করে দিলেন লাল-হলুদ কোচ খালিদ জামিল। সোমবার অনুশীলনে তাঁর দলের ডিফেন্ডারদের নিয়ে পড়লেন ইস্টবেঙ্গল কোচ। দুই সাইডব্যাকের পজিসন কি হবে,সেটা দেখিয়েও দিলেন আই লিগ জয়ী কোচ। হাতে বেশ খানিকটা সময় আছে। তাই মিনি ডার্বিতে তার প্রথম একাদশ কি হবে তা এখনও চূড়ান্ত করেননি মুম্বইকার। ডিফেন্সে মিচেলের সঙ্গী হতে পারেন অর্ণব। কেননা কাফ মাসলে চোট থাকায় এদিন অনুশীলন করেননি ডিফেন্ডার গুরবিন্দর সিং। অসুস্থ থাকায় অনুশীলনে আসেননি গোলকিপার কোচ সিদ্দিকিও।

.