তৃতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল
Updated By: Sep 11, 2017, 11:34 PM IST
ব্যুরো: ফরাসি ওপেনের পর ইউএস ওপেন। টেনিস কোর্টে রাফায়েল নাদালের রাজত্ব চলছেই। ইউএস ওপেনের ফাইনালে কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন নাদাল। দুহাজার দশ এবং দুহাজার তেরো সালের পর তৃতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফা। একই সঙ্গে ষোলটি গ্র্যান্ডস্ল্যামের মালিক হলেন শীর্ষবাছাই এই স্প্যানিশ টেনিস তারকা। ফাইনালে একপেশে ম্যাচ জিতে নিয়ে নাদাল বুঝিয়ে দিলেন কেন তিনি এক নম্বর টেনিস খেলোয়াড়। তিনটি সেটেই অ্যান্ডারসনকে দাঁড়াতেই দেননি নাদাল। প্রত্যাশিতভাবেই প্রথম থেকে ম্যাচের রাশ ছিল নাদালের হাতে। ম্যাচের শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ট্রফি হাতে তুললেন রাফা। ম্যাচ শেষে এই স্প্যানিশ তারকা জানিয়েছেন চলতি মরসুমটা তাঁর কেরিয়ারে অন্যতম সেরা মরসুম।