টেস্টের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল

শারজা টেস্টে পাকিস্তানকে হারানোর নায়ক ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাথওয়েট গড়লেন এক নজির। টেস্টের ইতিহাসে যেটা এর আগে কেউ কখনও করতে পারেননি। প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে নেমে ব্রাথওয়েট করলেন ৬০ রান অপরাজিত। খেয়াল করলেন ওপেনার ব্রাথওয়েট দুটি ইনিংসেই অপরাজিত থাকলেন। টেস্টের ইতিহাসে এর আগে কোনও ওপেনারই দুটো ইনিংসেই অপরাজিত থাকার কৃতিত্ব দেখাতে পারেননি।

Updated By: Nov 3, 2016, 02:24 PM IST
টেস্টের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল

ওয়েব ডেস্ক: শারজা টেস্টে পাকিস্তানকে হারানোর নায়ক ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রাথওয়েট গড়লেন এক নজির। টেস্টের ইতিহাসে যেটা এর আগে কেউ কখনও করতে পারেননি। প্রথম ইনিংসে অপরাজিত ১৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে নেমে ব্রাথওয়েট করলেন ৬০ রান অপরাজিত। খেয়াল করলেন ওপেনার ব্রাথওয়েট দুটি ইনিংসেই অপরাজিত থাকলেন। টেস্টের ইতিহাসে এর আগে কোনও ওপেনারই দুটো ইনিংসেই অপরাজিত থাকার কৃতিত্ব দেখাতে পারেননি।

আরও পড়ুন- পা খুলে গেল, তারপরও বাউন্ডারি বাঁচালেন ফিল্ডার!

ব্রাথওয়েটের ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ম্যাচের ফলেই পরিষ্কার ২৩ বছরের বার্বাডোজের এই ব্যাটসম্যানের রানটাই জয়-পরাজয়ে ব্যবধান গড়ে দিয়েছে। ৩৪টা টেস্ট ম্যাচ খেলার পরেও ব্রাথওয়েটকে নিয়ে সেভাবে আলোচনা হয় না। টি২০ খেলতে পারেন না। ওয়ানডে দলেও সুযোগে পান না। মন দিয়ে টেস্ট খেলা ব্রাথওয়েটের নেশা হল সারাদিন ব্যাট করে যাওয়া। সুনীল গাভাসকরের ভক্ত ব্রাথওয়েট বলছেন, ''সিরিজের শুরু থেকেই এই ছন্দটা পেয়ে গেলে আরও ভাল লাগত।'' 

.