২৫ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট জিতল ও.ইন্ডিজ
Updated By: Nov 3, 2016, 02:48 PM IST
পাকিস্তান- ২৮১, ২০৮।। ও.ইন্ডিজ- ৩৩৭, ১৫৪/৫
ও.ইন্ডিজ জয়ী ৫ উইকেটে।
ওয়েব ডেস্ক: ম্যাচের শেষ দিনে একটা থ্রিলার দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। শারজা টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৯ রান। পাকিস্তানের ৫ উইকেট। তবে শেষ অবধি টানটান কিছুই হল না। আজ, শেষদিন কোনও উইকেট না হারিয়েই দুবাই টেস্ট জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে ২৫ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট জিতল ক্যারিবিয়ানরা। পাশাপাশি ১৩টা টেস্ট পর জয়ের মুখ দেখলেন ক্যারিবিয়ানরা।
আরও পড়ুন- হোয়াটস কুকিং
এদিন হারলেও তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতল পাকিস্তান। প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬০ রান করে ও.ইন্ডিজের জয়ের নায়ক ক্রেগ ব্রাথওয়েট। ব্রাথওয়েটের কাজকে সহজ করে দেন উইকেটকিপার-ব্যাটসম্যান শেন ডাওরচি (৬০)।