Indian Cricketers Characters: কেমন চরিত্র রোহিতদের!' প্রকৃত ভদ্রলোক' কারা? মার্কশিট দুঁদে আইপিএস অফিসারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম নীরজ কুমার (Neeraj Kumar), পুলিসে কাজ করার অভিজ্ঞতা ৩৭ বছরের। ১৯৭৬ ব্য়াচের  দুঁদে আইপিএস অফিসার। দিল্লির পুলিস কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব সামলেছেন একসময়ে। নীরজের রয়েছে ক্রিকেটের সঙ্গে গভীর যোগ। ঝুলিতে বেস্টসেলার বই 'ডায়াল ডি ফর ডন' (Dial D for Don) আছে তাঁর। তেমনই লিখেছেন 'আ কপ ইন ক্রিকেট' (A Cop in Cricket)। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিসিসিআই-এর দুর্নীতি দমনশাখা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক পরামর্শদাতা ছিলেন নীরজ। এহেন নীরজ এবার জানালেন ভারতীয় দলের তারকাদের চরিত্র কেমন! চিনিয়ে দিলেন তাঁর বিচারে কারা 'প্রকৃত ভদ্রলোক'! টানা চার বছর ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতাই ভাগ করেছেন নীরজ।

আরও পড়ুন: হোটেলের বিছানায় চূড়ান্ত নোংরামি! কাঠগড়ায় দুই ভারতীয় তারকা, আর থাকবেনই না রোহিত

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীরজ বলেন, 'ভারতীয় দলে অনেকেই বড্ড ভালো মানুষ। সত্য়িই গর্ব করার মতো। তাঁরা আমাকে প্রচুর সম্মান করেছেন। তবে দুই ক্রিকেটারের কথা কখনই সেভাবে বলা হয় না। তাঁরা হলেন ভুবনেশ্বর কুমার ও অজিঙ্কা রাহানে। অসাধারণ মানুষ তাঁরা। 'প্রকৃত ভদ্রলোক'। ক্রিকেটের কথা বললে বলব বিরাট কোহলির নাম। ওর কাজ করার পদ্ধতি কেউ মেলাতে পারবে না। যে ভাবে ও ট্রেনিং করে, তা এককথায় উদাহরণ।' ক্রিকেটারদের মুখের ভাষা নিয়ে অনেক সময়ে কথা হয়। সেই প্রসঙ্গে নীরজ বলেন, 'দেখুন কয়েকজনের হিন্দিতে মুখের ভাষা হয়তো খারাপ। তবে আমার মনে হয়েছে, ওঁরা ওভাবেই কথা বলেন। তবে সকলেই প্রচুর সম্মান করেছেন আমাকে। অনেক কিছু আনন্দ করার মতোই রয়েছে।' নীরজের কথা বলতে গেলে আরও একটি বিষয় বলতেই হবে। ২০০০ সালে হ্য়ান্সি ক্রোনিয়ার ম্য়াচ গড়াপেটা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিবিআই-এর তদন্তকারী দলে ছিলেন নীরজ।
 
আরও পড়ুন: Mayank Yadav | IPL 2024: 'স্পিডোমিটার দেখে বল করি না'! বিশ্বকাপ নিয়ে অকপট ময়াঙ্ক, আলোচনায় আগুনে পেসার

 
 
Loaded2.67%
 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Neeraj Kumar On Indian Cricketers
News Source: 
Home Title: 

কেমন চরিত্র রোহিতদের! 'প্রকৃত ভদ্রলোক' কারা? মার্কশিট দুঁদে আইপিএস অফিসারের

Indian Cricketers Characters: কেমন চরিত্র রোহিতদের!' প্রকৃত ভদ্রলোক' কারা? মার্কশিট দুঁদে আইপিএস অফিসারের
Caption: 
নীরজ কুমার জানালেন কে কেমন!
Yes
Is Blog?: 
No
Section: