Neeraj Chopra: 'সোনার ছেলে' এখন বিশ্বের এক নম্বর! কোনও ভারতীয় যা অতীতে করতে পারেননি
Neeraj Chopra becomes new world number 1 in men’s javelin throw: তিনি জন্মেছেনই ইতিহাস লেখার জন্য। এই অসাধ্য সাধনকেই যেন নিজের রুটিন বানিয়ে ফেলেছেন নীরজ চোপড়া। ফের একবার নীরজ ইতিহাস লিখে ফেললেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অলিম্পিক্স (Olympic Champion) সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) ও ইতিহাস এখন সমার্থক হয়ে গিয়েছেন। এবার নীরজ যা করলেন, তা এর আগে দেশের কেউ করতে পারেননি। নীরজ এখন বিশ্বের এক নম্বর পুরুষ জ্যাভলিন থ্রোয়ার। সোমবার চলে এল জ্যাভলিন থ্রোয়ারদের ক্রমতালিকা। দেশের সর্বকালের সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট নীরজ। তিনি সিংহাসনচ্যুত করলেন গ্রেনাডিয়ান জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটার্সকে (Anderson Peters)। নীরজের ১৪৫৫ পয়েন্ট এখন ঝুলিতে। অ্যান্ডারসন তাঁর থেকে ২২ পয়েন্টে পিছিয়ে। অভিনব বিন্দ্রার (Abhinav Bindra) পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১২ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন ২০২০ টোকিও অলিম্পিক্সে। 'বর্শা'মঙ্গলে জিতেছেন সোনা। অলিম্পিক্স থেকেই শুরু হয়েছিল নীরজের সোনার দৌড়।
টোকিও অলিম্পিক্সের ঠিক ১০ মাস পর নীরজ ফিরেছিলেন ট্র্য়াকে। প্রত্যাবর্তনেই গর্জন করেছিল নীরজের বর্শা। পানিপথের বছর চব্বিশের অ্যাথলিট ট্র্যাকে ফিরেই ইতিহাস লিখেছিলেন। নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন তিনি। ফিনল্যান্ডে আয়োজিত পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ছিললেন নীরজ। নীরজ এর আগে ৮৮.০৭ মিটার জ্যাভলিন ছুড়ে জাতীয় রেকর্ড করেছিলেন। ২০২১ সালে পাটিয়ালায় এই রেকর্ড করেন তিনি। সেই রেকর্ডই ভাঙেন তিনি। এরপর কুঁচকির চোটের জন্য বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নীরজ। মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নীরজ বলেছিলেন, 'চতুর্থ থ্রোয়ের পর আমি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করি। যতটা জোর দিয়ে ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারিনি।' অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ।
এরপর গতবছর সেপ্টেম্বরে নীরজ বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি আন্তর্জাতিক ইভেন্টে নামবেন এবং ইতিহাস লিখবেন। এই অসাধ্য সাধনকেই নিজের রুটিন বানিয়ে ফেলেছেন। সুইজারল্যান্ডের জুরিখে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতেছিলেন নক্ষত্র অ্যাথলিট। জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে নীরজ শুরুটা ফাউল দিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ তাঁর বর্শা পাঠান ৮৮.৪৪ মিটার দূরে (কেরিয়ারের চতুর্থ সেরা প্রয়াস)। এই থ্রোই নীরজকে এনে দেয় স্বপ্নের খেতাব। এরপরের চারটি প্রয়াসে নীরজ তাঁর জ্যাভলিন যথাক্রমে ৮৮.০০ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭.০০ মিটার ও ৮৩.৬০ মিটার দূরত্বে ছোড়েন। ডায়মন্ড লিগ ফাইনালে অলিম্পিক্স রুপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ৮৬.৯৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন ও জার্মানির জুলিয়ান ওয়েবার তৃতীয় হয়েছেন ৮৩.৭৩ মিটার ছুড়ে। চলতি বছর নীরজ দোহাতে ডায়মন্ড লিগ মিটিং জিতে মরসুম শুরু করেন। ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ।২৫ বছরের নীরজ এরপর ট্র্যাকে নামবেন ৪ জুন নেদারল্যান্ডসে। হেংগেলোতে অংশ নেবেন ফ্যানি ব্ল্যাংকার্স-কোয়েন গেমসে। এরপর নীরজ ফিনল্যান্ডে চলে যাবেন। তুর্কুতে ১৩ জুন পাভো নুরমি গেমসে অংশ নেবেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)