উইম্বলডনের শুরুতেই বিদায় নাদাল
ঘাসের কোর্টের লড়াইয়ের শুরুতেই বিদায় নিলেন রোলা গাঁরোর রাজা। উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন রাফায়েল নাদাল। প্রতিযোগিতার প্রথম দিনেই ১২টি গ্র্যান্ডস্লামের মালিক নাদালকে হারিয়ে স্ট্রেট সেটে হারিয়ে চমকে দিলেন বেলজিয়ামের অখ্যাত খেলোয়াড় স্টিভ ডার্কইস। প্রতিযোগিতার ১১০ নম্বর বাছাই ২৯ বছরের এই বেলজিয়াম খেলোয়াড়টি ৭-৬, ৭-৬, ৬-৪ হারালেন পঞ্চম বাছাই নাদালকে।
ঘাসের কোর্টের লড়াইয়ের শুরুতেই বিদায় নিলেন রোলা গাঁরোর রাজা। উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে গেলেন রাফায়েল নাদাল। প্রতিযোগিতার প্রথম দিনেই ১২টি গ্র্যান্ডস্লামের মালিক নাদালকে হারিয়ে স্ট্রেট সেটে হারিয়ে চমকে দিলেন বেলজিয়ামের অখ্যাত খেলোয়াড় স্টিভ ডার্কইস। প্রতিযোগিতার ১১০ নম্বর বাছাই ২৯ বছরের এই বেলজিয়াম খেলোয়াড়টি ৭-৬, ৭-৬, ৬-৪ হারালেন পঞ্চম বাছাই নাদালকে।
ক দিন আগেই ফরাসি ওপেনে আটবার খেতাব জিতে কিংবদন্তি বনে গেছিলেন স্পেনের এই তারকা। সেই মহাতারকাকে মাটিতে নামিয়ে আনলেন স্টিভ। লাল সুড়কির কোর্টে যাকে হারানো অসম্ভব তাঁকেই অখ্যাত এই বেলজিয়াম খেলোয়াড়টি প্রায় চোখের জল নাকের জল এক করিয়ে দিলেন। উইম্বলডনে এটাই নাদালের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। উইম্বলডনে দু বার খেতাব জিতেছেন নাদাল।
তবে নাদাল হারলেও প্রথম রাউন্ডে সহজেই জয় পেলেন রজার ফেডেরার, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা।