দেখুন ভিডিয়ো: অবিকল Muttiah Muralitharan! বোলিং অ্যাকশনে চমকে দিল কিংবদন্তির পুত্র
টেস্ট ও একদিনের ক্রিকেটে মুরলীই সর্বোচ্চ উইকেট শিকারি।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার প্রাক্তন অফ-স্পিনার মুথাইয়া মুরলীথরন (Muttiah Muralitharan) বাইশ গজের কিংবদন্তি। দ্বীপরাষ্ট্রের বোলারের ঝুলিতে রয়েছে হাজারের ওপর আন্তর্জাতিক উইকেট। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে বাইশ গজকে গর্বিত করেছেন মুরলী। ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন মুরলী। এবার মুরলীর ছেলে নরেন তাঁর বাবার দেখানো পথই ধরেছে। অবিকল বাবার মতো বোলিং অ্যাকশন রপ্ত করেছে সে।
মুরলী এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বোলিং কোচ। সানরাইজার্স তাদের টুইটারে মুথাইয়া ও নরেনের বোলিং অ্যাকশনের ভিডিয়ো পোস্ট করে 'ফাদার অ্যান্ড সন টাইম' ক্যাপশন দিয়ে ভিডিয়ো পোস্ট করেছে। যা দেখে ক্রিকেট ফ্যানেরা চমকে গিয়েছেন।
Father and Son Time! Video credits @SunRisers pic.twitter.com/Jv8fYOAZcp
(@Murali_800) July 15, 2021
আরও পড়ুন: Tokyo Olympics 2020: যত কাণ্ড অলিম্পিক্সে, এবার নিখোঁজ অ্যাথলিট!
টেস্ট ও একদিনের ক্রিকেটে মুরলীই সর্বোচ্চ উইকেট শিকারি। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে মুরলীর ৮০০ টি ও পঞ্চাশ ওভারের সংস্করণে ৫৩৪টি উইকেট আছে। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালই মুরলীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। ৯৬ সালে অর্জুন রণতুঙ্গার বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুরলী।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)