WATCH: হাতে বল ধরেই খেলা শেষ, ক্রিকেটে ফের ঐতিহাসিক আউট! মুশফিকুর যেন মহিন্দর
Mushfiqur Rahim became the first Bangladesh batter to be given out for obstructing the field: বাইশ গজ ফের দেখল ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’! আর এই আইনের ফাঁদে পড়ে প্রথম বাংলাদেশি হিসেবে উইকেট দিলেন মুশফিকুর রহিম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নিউ জিল্য়ান্ড এসেছে বাংলাদেশে (New Zealand tour of Bangladesh)। সিলেটে প্রথম টেস্ট ১৫০ রানে জিতে ইতিহাস লিখেছেন নাজমুল হোসেন শান্তর দল। বুধবার অর্থাৎ আজ থেকে মীরপুরে শুরু হয়েছে বাংলাদেশ-নিউ জিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট (BAN vs NZ)। শেরে বাংলা ন্য়াশনাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ প্রথম ব্য়াট করছে। আর এদিন পাঁচে ব্য়াট করতে নেমে ৮৩ বলে ৩৫ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। তবে এদিন না তিনি উইকেট দিয়ে এসেছেন, না তাঁর উইকেট নিয়েছেন কেউ! ধাঁধার মতো শোনালেও এটাই বাস্তব। অজান্তে এক ভুল করে, ক্রিকেটের আইনে আউট হয়েছেন পদ্মাপাড়ের দেশের তারকা ক্রিকেটার। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ করে ফিরতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: SA vs IND: সবার আগে তাঁর বাবা, সূর্যরা উড়ে গেলেও দেশেই নক্ষত্র পেসার, তিনি কি খেলবেন?
এদিন মুশফিকুরের বিরলতম আউটের ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ঘটে। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিকুর। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে, কিছুটা বাউন্স করে, স্টাম্প থেকে দূরে থাকলেও কিছু একটা ভেবে মুশফিক ডান হাত বাড়িয়ে বলটি ধরে নেন। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করে কিউইরা। টিভি আম্পায়ার এহসান রাজার কাছে সাহায্য চান অনফিল্ড আম্পায়ার পল রেফেল ও রোড টাকার। পাক আম্পায়ার এহসান টিভি-তে রিপ্লে দেখেই জানিয়ে দেন যে, মুশফিকুরকে ফিরতে হবে।
ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় স্পষ্ট করে বলা আছে যে, ব্যাটার যে হাতে ব্যাট ধরে নেই, সেই হাত দিয়ে যদি বল ধরেন, তবে এই আউট হবেন। তবে যদি চোট থেকে বাঁচার জন্য যদি এই কাজ করেন তিনি, তাহলে আউট হবেন না। অতীতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল এই আউট। কিন্তু ২০১৭ আইন বদল করে এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অন্তর্ভুক্ত করা হয়। এদিন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ধারাভাষ্য় দিচ্ছিলেন। তিনি বলেন, 'যে ক্রিকেটার ৮০-র উপর টেস্ট খেলে ফেলেছে, তার জানা উচিত যে, এরকমটা করা যায় না। অনুশীলনে ব্য়াটাররা প্রায়শই নেটে এভাবে বল ধরে ফেলে। বোলারকে তা ফেরত দেয়। হতে পারে মুশফিকুর বেখেয়ালে এই কাজ করে ফেলেছেন। তবে এটা কোনও অজুহাত হতে পারে না।এর আগে ছেলেদের ক্রিকেটে ১১ জন এভাবে আউট হয়েছিলেন। তালিকায় আছেন মহিন্দর অমরনাথ, মহশিন খান ও মাইকেল ভন।
আরও পড়ুন: Sourav Ganguly: 'কোহলিকে অধিনায়কত্ব থেকে...!' মহারাজের মেগা আপডেটে ময়দানে মহাপ্রলয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)