IPL 2019,Qualifier 1, MIvCSK: ধোনির চেন্নাইকে হারিয়ে ফাইনালে রোহিতের মুম্বই

রান তাড়া করতে নেমে শুরুতেই মুম্বই শিবিরে আঘাত হানেন চেন্নাই বোলাররা।

Updated By: May 7, 2019, 11:11 PM IST
IPL 2019,Qualifier 1, MIvCSK: ধোনির চেন্নাইকে হারিয়ে ফাইনালে রোহিতের মুম্বই

নিজস্ব প্রতিবেদন :  চলতি মরশুমে আইপিএলে লিগ পর্বে মুম্বইকে হারাতে পারেনি চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারেও সেই ছবিটা বদলালো না। চিপকে ২০১৯ সালের আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ারেও মাত দিল মুম্বই। ১৩১ রানের মধ্যে চেন্নাইকে আটকে রাখে মুম্বই বোলাররা। রান তাড়া করতে নেমে শুরুতেই মুম্বই শিবিরে আঘাত হানেন চেন্নাই বোলাররা। প্রাথমিক ধাক্কা সামলে সূর্যকুমারের ব্যাটে ভর করে ধোনির চেন্নাইকে ৬  উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল মুম্বই।

ঘরের মাঠে টস জিতে অবশ্য প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি চেন্নাইয়ের। ফাফ দু প্লেসি ৬, সুরেশ রায়না ৫, শ্যেন ওয়াটসন ১০ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। মুরলী বিজয় এবং আম্বাতি রায়াডু জুটি ধরে খেলতে থাকে। কিন্তু ২৬ রানে আউট হলেন বিজয়। এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে থাকেন রায়াডু। ৩৭ বলে অপরাজিত ৪২ করেন রায়াডু। আর সিএসকে অধিনায়ক ধোনি ২৯ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে চেন্নাই। মুম্বইয়ের হয়ে এদিন দুরন্ত বোলিং করলেন রাহুল চাহার। ৪ ওভারে ১৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন রাহুল।

১৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে তুলে নেন দীপক চাহার। কুইন্টন ডি'কককে তুলে নেন হরভজন সিং। ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। এরপর সূর্যকুমার যাদব এবং ইশান কিষান জুটিপরিস্থিতি সামাল দেন। এরপর ইমরান তাহিরের জোড়া ধাক্কা। পর পর ইশান কিষান এবং ক্রুনাল পাণ্ডিয়াকে তুলে নেন তাহির। সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত উইকেটে থেকে মু্ম্বইকে জয় এনে দিলেন। ৫৪ বলে ৭১ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ১৩ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।  

আরও পড়ুন - IPL 2019: জিভাকে অপহরণের সতর্কবার্তা টুইটে! তবু মাঠে নামলেন মাহি

 

.