কোহলি নয়, অস্ট্রেলিয়ায় শুরু থেকেই দলের অধিনায়ক ধোনিই

অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সম্ভবত দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Dec 2, 2014, 02:49 PM IST
কোহলি নয়, অস্ট্রেলিয়ায় শুরু থেকেই দলের অধিনায়ক ধোনিই

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সম্ভবত দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

হাতে চোটের কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়া হয়নি ধোনির। ফলে প্রথম টেস্টের অধিনায়ক্ত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির কাঁধে। কথা ছিল অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট থেকে ধোনি দলের নেতৃত্ব দেবেন।

ফিলিপ হিউজের দুর্ভাগ্যজনক অকাল মৃত্যুর পর ভারত-অস্ট্রেলিয়ার ৪ ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে দেওয়া হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়া গতকালই সিরিজের নয়া পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করেছে। নতুন সিডিউল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যাডিলেডে। দ্বিতীয়টেস্ট হবে ১৭ থেকে ২১ ডিসেম্বর গাব্বায়।

বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্টের (তৃতীয় টেস্ট) সময়সূচী অপরিবর্তিত রয়েছে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে এই টেস্ট ম্যাচ।

সিডনিতে চতুর্থ টেস্ট ৩ জানুয়ারির পরিবর্তে ৬ জানুয়ারি হবে।

অবশ্য প্র্যাকটিশ ম্যাচ গুলির জন্য পাওয়া যাবে না ধোনিকে। ৪ ডিসেম্বরের পরেই তিনি অস্ট্রেলিয়া পৌঁছাবেন।

 

 

 

 

 

 

.