MS Dhoni: ম্যাচের পর হোটেলে ফিরেই ধোনি মাতেন 'অন্য় খেলা'য়! জানালেন Harbhajan Singh

ভিডিও গেমসের নেশায় বুঁদ এমএস ধোনি। এমনটা আর কোনও ক্রিকেটারের মধ্যে দেখেননি ভাজ্জি।

Updated By: Feb 18, 2022, 05:54 PM IST
MS Dhoni: ম্যাচের পর হোটেলে ফিরেই ধোনি মাতেন 'অন্য় খেলা'য়! জানালেন Harbhajan Singh
হোটেলে কী করেন এমএস ধোনি

নিজস্ব প্রতিবেদন: ইস্পোর্টস (Esports) অর্থাৎ ভিডিও গেম, যা একাধিক প্লেয়ার মিলে খেলে। ভারতীয় দলের বহু ক্রিকেটারই এই ভিডিও গেমস খেলেন। তবে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) ইস্পোর্টসে ডুবে থাকেন। ধোনির চেয় বেশি আর কোনও ক্রিকেটারকে এই খেলায় সময় কাটাতে দেখেননি হরভজন সিং (Harbhajan Singh)। ধোনির জাতীয় ও আইপিএল দলের প্রাক্তন সতীর্থ এমনটাই বললেন বিশ্ব ইস্পোর্টস কাপের (World Esports Cup) ভার্চুয়াল পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

আরও পড়ুন: Virat Kohli-র কোন মহানুভবতায় এখনও মজে রয়েছেন Mohammed Siraj?

হরভজন এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারই ইস্পোর্টস খেলে। আমিও খেলেছি। আমাদের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ক্রিকেটের চেয়ে ১৫ গুণ বেশি ইস্পোর্টস খেলে। ম্য়াচ শেষ হলেই ধোনিকে হোটেল রুমে পাওয়া যাবে ইস্পোর্টসের সঙ্গে। কখনও ফিফা তো কখনও পাবজি বা অন্য কিছু খেলে ধোনি। ইস্পোর্টস ওর কাছে অনেক বড় ব্যাপার। আমরা ক্রিকেটাররাও দল তৈরি করি। তারপর অনলাইনে ফার্স্ট-পার্সন শুটার গেম খেলি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

গতবছর ২৪ ডিসেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন 'টার্বানেটর', অবশেষে ৪১ বছর বয়সে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে।

২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। আইপিএল-এ হরভজন ম্যাচ খেলেছেন ১৬০টি, উইকেটের সংখ্যা ১৫০। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট। ২০১৩ সালের আইপিএল-এ ১৯ ম্যাচে ২৪ উইকেট পান। ২০১৫ সালের আইপিএল-এ ১৮টি, ২০১০ সালের আইপিএলে ১৭টি এবং ২০১১ ও ২০১৪ সালের আইপিএল-এ ১৪টি করে উইকেট দখল করেন তিনি।  

.