দশকের ওয়ান ডে দলের নেতৃত্বে ধোনি, টেস্ট দলের নেতৃত্বে কোহলি: ক্রিকেট অস্ট্রেলিয়া

দশকের সেরা টেস্ট দলে এক মাত্র ভারতীয় শুধু বিরাট কোহলি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 24, 2019, 10:25 AM IST
 দশকের ওয়ান ডে দলের নেতৃত্বে ধোনি, টেস্ট দলের নেতৃত্বে কোহলি: ক্রিকেট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদন : আপাতত ক্রিকেট থেকে তিনি দূরে। কিন্তু অবসরেই বিরল সম্মান পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে এই দশকের সেরা ওয়ান ডে দলের নেতৃত্বে ক্যাপ্টেন কুল। অন্যদিকে টেস্ট দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে এক নম্বর দলের অধিনায়ক বিরাট কোহলির হাতে।

এই দশকের সবচেয়ে সফল ওয়ান-ডে দল টিম ইন্ডিয়া। সেই দলের মোট তিন জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দশকের সেরা একদিনের দলে। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি দলে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকের সেরা টেস্ট দলে এক মাত্র ভারতীয় শুধু বিরাট কোহলি।

# ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ান ডে টিম অফ দ্য ডিকেড:
রোহিত শর্মা,হাসিম আমলা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শাকিব আল হাসান, জোস বাটলার, এমএস ধোনি(অধিনায়ক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, রশিদ খান।

 

# ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট টিম অফ দ্য ডিকেড:
অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বিরাট কোহলি(অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, বেন স্টোকস, ডেল স্টেইনস স্টুয়ার্ট ব্রড, নাথান লিঁও, জেমস অ্যান্ডারসন।   

আরও পড়ুন- শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন বুমরাহ- ধাওয়ান, শামি-রোহিতকে টি-২০ তে বিশ্রাম

.