স্পনসর নিয়ে আশার আলো দেখছে মোহনবাগান

সামনেই মোহনবাগান দিবস। সেদিন নতুন স্পসরন নিয়ে আশার আলো শোনাতে পারে শাসক গোষ্ঠী।

Updated By: Jul 19, 2018, 09:04 PM IST
স্পনসর নিয়ে আশার আলো দেখছে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন:  স্পনসর পেতে চলেছে সবুজ-মেরুন। শোনা যাচ্ছে বহুজাতিক একটি স্টিল কোম্পানি মোহনবাগানকে স্পনসর করতে প্রস্তুত।

আরও পড়ুন- মোহনবাগানকে হারিয়ে শিল্ড জয়ী ইস্টবেঙ্গল

মোহনবাগানে নির্বাচনী দামামার মধ্যেই স্পনসর নিয়ে আশার আলো। ইউ বি গ্রুপ চলে যাওয়ার পর আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে চলছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। ভরসা সেই প্রাক্তন সভাপতি টুটু বসু। চিরপ্রতিন্দন্দ্বী ইস্টবেঙ্গলও ইনভেস্টার নিয়ে এসে বাজার গরম করে দিয়েছে। এই অবস্থায় অবশেষে স্পনসর পেতে চলেছে সবুজ-মেরুন। শোনা যাচ্ছে বহুজাতিক একটি স্টিল কোম্পানি মোহনবাগানকে  স্পনসর করতে প্রস্তুত।

আরও পড়ুন- ম্যান ইউ-তে না ফেরায় অখুশি রোনাল্ডোর মা?

স্পনসরশিপের বিনিময়ে ক্লাবের ৬০ শতাংশ শেয়ার কিনে নেবে তারা। সবুজ-মেরুন আইএসএলে খেললে ৪০ কোটি টাকা পর্যন্ত স্পনসর করতে চায় স্টিল কোম্পানিটি। আইএসএলও চাইছে ইস্টবেঙ্গলের মত মোহনবাগানও আইএসএল খেলুক। তাহলে তাদের টুর্নামেন্টের ইউএসপি অনেকটাই বেড়ে যাবে। তাই স্পনসর পেতে তারাও সাহায্য করছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- বিসিসিআইয়ের খাতায় এখনও অধিনায়ক ধোনিই

সামনেই মোহনবাগান দিবস। সেদিন নতুন স্পসরন নিয়ে আশার আলো শোনাতে পারে শাসক গোষ্ঠী। তবে সামনেই যেহেতু নির্বাচন,তাই স্পনসর দ্রুত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই।

 

.