মোহনবাগানকে হারিয়ে শিল্ড জয়ী ইস্টবেঙ্গল

 শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে না রাখতে পেরেই জয় হাতছাড়া হয়েছে বাগানের। উল্লেখ্য, এই নিয়ে ২৯ বার শিল্ড জিতল ইস্টবেঙ্গল। 

Updated By: Jul 19, 2018, 08:33 PM IST
মোহনবাগানকে হারিয়ে শিল্ড জয়ী ইস্টবেঙ্গল
ছবি- ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল। একই সঙ্গে মরশুমের প্রথম ডার্বিতেও জয় ছিনিয়ে নিল লাল-হলুদ শিবির।

আরও পড়ুন- বিসিসিআইয়ের খাতায় এখনও অধিনায়ক ধোনিই

এদিন বারাসত স্টেডিয়ামে ১২২ তম আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল রঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ ইস্টবেঙ্গল ও জো পল আঞ্চেরির অনূর্ধ্ব ১৯ মোহনবাগান। প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকলেও ৪৭ মিনিটে সৌরভ দাসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। ৮৪ মিনিটে মোহনবাগান গোলরক্ষকের ভুলে লাল-হলুদের হয়ে সমতা ফেরান দীপ সাহা। এরপর নির্ধারিত সময়ে ১-১-ই থাকে খেলার ফল।

আরও পড়ুন- শূন্য দিয়ে শুরু করল তেন্ডুলকর

এরপর ট্রাইবেকারে (৪-২) জয় ছিনিয়ে আনে রঞ্জন চৌধুরীর ছেলেরা। ইস্টবেঙ্গলের গোলরক্ষক অয়ন রায়ের হাতেই জয় সুনিশ্চিত করে লাল-হলুদ। বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে না রাখতে পেরেই জয় হাতছাড়া হয়েছে বাগানের। উল্লেখ্য, এই নিয়ে ২৯ বার শিল্ড জিতল ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন-  ম্যান ইউ-তে না ফেরায় অখুশি রোনাল্ডোর মা? 

.