Mohun Bagan | Durand Cup 2023: বুমোসের গোলে পঞ্জাবকে হারিয়ে গ্রুপ শীর্ষে মেরিনার্স

Mohun Bagan SG Beats Punjab FC 2-0 Durand Cup 2023: মোহনবাগান দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে চলে গেল গ্রুপ শীর্ষে। বাংলাদেশের সেনাকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করা দল, দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিল পঞ্জাবকে।  

Updated By: Aug 7, 2023, 08:49 PM IST
Mohun Bagan | Durand Cup 2023: বুমোসের গোলে পঞ্জাবকে হারিয়ে গ্রুপ শীর্ষে মেরিনার্স
গোলের পর বাগানের ফুটবলারদের সেলিব্রেশন। ছবি-ক্লাবের সৌজন্যে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩ অগস্ট ১২৩ তম ডুরান্ড কাপের (Durand Cup 2023) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও বাংলাদেশ সেনা। (Mohun Bagan SG vs Bangladesh Army)। প্রথম ম্যাচে পদ্মাপাড়ের সেনার উপর পাঁচ গোলের রোডরোলার চালিয়েছিল মোহনবাগান। সোমবার অর্থাৎ আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মেরিনার্স খেলতে নেমেছিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি-র (Mohun Bagan SG vs Punjab FC) বিরুদ্ধে। জয়ের ধারা অব্যাহত রাখল গঙ্গাপাড়ারে শতাব্দী প্রাচীন ক্লাব। জুয়ান ফেরান্দোর শিষ্য়রা ২-০ গোলে পঞ্জাবকে হারিয়ে চলে গেল গ্রুপ 'এ'র শীর্ষে। দুই ম্য়াচ থেকে পুরো ছয় পয়েন্ট তুলে নিল আইএসএল চ্যাম্পিয়নরা। ডার্বির আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল সবুজ-মেরুন। তবে এই ম্যাচের পর কিন্তু ফেরান্দোকে ভাবাবে দলের রক্ষণ। কারণ দুয়ে দুই করার সন্ধেয় একাধিকবার কেঁপে গিয়েছিল ডিফেন্স। যদিও গ্রুপের এখন যা অবস্থা ১২ অগস্ট মহারণে ড্র করলেই মোহনবাগান চলে যাবে পরের পর্বে।

আরও পড়ুন: ডুরান্ড বোধনেই বিধ্বংসী বাগান, পদ্মাপাড়ের সেনাদের পাঁচ গোল

এদিন ম্যাচের ২৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় মোহনবাগান। মনবীর সিংয়ের শট পঞ্জাব এফসির ডিফেন্ডার মেলরয়ের পায়ে লেগে তে-কাঠিতে জড়িয়ে গিয়েছিল। বৃষ্টিস্নাত কিশোর ভারতীতে বল ক্লিয়ার করতে পা হড়কে পড়ে গিয়েছিলেন মেলরয়। ফলে এই ভুলটির জন্য গোল উপহার পেয়ে যায় প্রতিপক্ষ। তবে মনবীর নিজের জাত চিনিয়েই গোলের রাস্তা তৈরি করেছিলেন। তবে প্রথমার্ধে কয়েকটি সুযোগই পেয়েছিল মোহনবাগান। দেখতে গেলে কোনও দলই গোলের মুখ খুলতে পারেননি। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়া মোহনবাগানে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ব্য়বধান দ্বিগুণ করেন। মরসুমের প্রথম গোলের স্বাদ পান হুগো বুমোস। লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রোতোস নিজেদের মধ্যে অসাধারণ ওয়ান-টু খেলে নেন। গোললাইনের ধার থেকে লিস্টনের ক্রস এসে পড়ে একেবারে বুমোসের পায়ের সামনে। বুমোস পঞ্জাবের গোলকিপারকে অরক্ষিত অবস্থায় পেয়ে যান। জীবনের অন্যতম সহজ গোলটি করেন তিনি।

আরও পড়ুন: WATCH | Lionel Messi: গোলের পর গোল...কী শুরু করছেন GOAT! দলকে নিয়ে গেলেন কোয়ার্টারে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.