ইস্টবেঙ্গলকে টপকে আইলিগের দ্বিতীয়স্থানে মোহনবাগান

মুম্বই এফসিকে ২-১ গোলে হারিয়ে আইলিগের টেবিলে ২ নম্বর স্থানে চলে এল মোহনবাগান। মুম্বই এফসি ম্যাচ জয়ের পর ডেম্পোর সঙ্গে এখন মোহনবাগানের পয়েন্টের পার্থক্য মাত্র ৩। আর ৪টে ম্যাচ পরেই পরিষ্কার হয়ে যাবে লিগ গোয়ার না কলকাতার।

Updated By: Feb 11, 2012, 10:13 PM IST

মুম্বই এফসিকে ২-১ গোলে হারিয়ে আইলিগের টেবিলে ২ নম্বর স্থানে চলে এল মোহনবাগান। মুম্বই এফসি ম্যাচ জয়ের পর ডেম্পোর সঙ্গে এখন মোহনবাগানের পয়েন্টের পার্থক্য মাত্র ৩। আর ৪টে ম্যাচ পরেই পরিষ্কার হয়ে যাবে লিগ গোয়ার না কলকাতার।
প্রথমার্ধে মুম্বই এফসির ফ্রাইডের করা গোলে পিছিয়ে পড়ে সবুজ মেরুন শিবির। একঝাঁক ফুটবলারের চোট। তার উপর আপফ্রন্টে ওডাফা-অসীম জুটি জমাট না বাঁধায় প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের ছন্নছাড়া ফুটবল অব্যহত থাকে। ম্যাচের ৭৩ মিনিটে জুয়েল রাজাকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় মোহনবাগান।
পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান ওডাফা ওকেলি। ৮০ মিনিটে গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন সেই ওডাফাই। মুম্বই এফসির ডিফেন্সের হাল এতটাই খারাপ যে স্ট্রাইকার অভিষেক যাদবকে খেলানো হয় রক্ষণে। তবুও মুম্বইয়ের বিরুদ্ধে গোলের মুখ খুলতে ৭৩ মিনিট সময় লাগায় জয়ের পরও দলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে।

.