কাল অবনমন বাঁচানোর স্পোর্টিং লড়াই ওডাফাদের
অবনমন বাঁচানোর ক্ষেত্রে রবিবারের স্পোর্টিং ক্লাব দ্য গোয়া বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ডেম্পোর পর স্পোর্টিংয়ের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেলে আইলিগে স্বস্তি আরও বাড়বে মোহনবাগানে।
অবনমন বাঁচানোর ক্ষেত্রে রবিবারের স্পোর্টিং ক্লাব দ্য গোয়া বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ডেম্পোর পর স্পোর্টিংয়ের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেলে আইলিগে স্বস্তি আরও বাড়বে মোহনবাগানে।
ঘাসের মাঠে অনুশীলন করে রবিবার করিম ব্রিগেডকে খেলতে হবে মাপুসার দুলের স্টেডিয়ামের ফিল্ডটার্ফে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে নবি-নির্মলদের। তবে মাঠ সমস্যার থেকে করিমের বেশি সমস্যা দলের ডিফেন্স নিয়ে। ইচে কার্ড সমস্যার জন্য নেই। মরসুমের মাঝপথে সবুজ-মেরুন রক্ষণে ক্রমশ ভরসা হয়ে ওঠা ইচের না থাকা নিয়ে চিন্তা বাড়ছে।
কারণ, অবশ্যই মেহরাজ-নির্মলদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। ইচে না থাকায় সেন্ট্রাল ডিফেন্সে নির্মল-মেহরাজ ও দুই ব্যাক হিসেবে আইবর-বিশ্বজিত সাহাকে ভেবেই ডিফেন্স সাজাচ্ছেন করিম। অ্যাওয়ে ম্যাচে কালু-আদিল খানদের বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক করিম। স্পোর্টিং ম্যাচে শুরুতেই গোল পেয়ে বিপক্ষের উপর চাপ বাড়ানোর স্ট্র্যাটেজি করিমের। আর তাইজন্য করিমের তুরুপের তাস টোলগে-ওডাফা জুটি।