মোহনবাগান-এটিকে যৌথভাবে ভারতীয় ফুটবলকে আলোর পথ দেখাবে: সৌরভ গাঙ্গুলি
বৃহস্পতিবারই মোহনবাগান-এটিকে গাঁটছড়ার কথা প্রকাশ্যে আসে।
নিজস্ব প্রতিবেদন: এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণকে স্বাগত জানালেন এটিকে-র অন্যতম কর্ণধার সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবারই মোহনবাগান-এটিকে গাঁটছড়ার কথা প্রকাশ্যে আসে। আর এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলার ফুটবল আরও এগোবে বলে মনে করেন বোর্ড সভাপতি।
টুইটে সৌরভ লেখেন,"মোহনবাগান-এটিকের গাঁটছড়া বাংলার ফুটবলের জন্য এক চিরস্মরণীয় দিন। এই ঐতিহাসিক চুক্তির ফলে বাংলার ফুটবল অনেক প্রসারিত হবে। আমি নিশ্চিত, মোহনবাগান আর এটিকে যৌথভাবে ভারতীয় ফুটবলকে আলোর পথ দেখাবে ।"
A momentus partnership for Bengal football. I have no doubt ATK and Mohun Bagan will be torchbearers of moving Indian football forward together.@IndSuperLeague https://t.co/zVHJsPxKip
— Sourav Ganguly (@SGanguly99) January 16, 2020
বাংলার দুই প্রধানের ISL খেলার জন্য এর আগে অনেকবারই সওয়াল করেছিলেন সৌরভ গাঙ্গুলি। দুবারের ISLচ্যাম্পিয়ন এটিকে-র সঙ্গে গাঁটছড়া বাধার ফলে মোহনবাগানের ISL খেলতে আর কোনও বাধা নেই। পয়লা জুন, ২০২০ সাল থেকেই সরকারিভাবে পথ চলা শুরু হবে মোহনবাগান আর এটিকের।