মা হওয়ার পর টেনিস কোর্টে ফিরেই ফাইনালে সানিয়া
দু'বছর টেনিস সার্কিটের বাইরে ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ।
নিজস্ব প্রতিবেদন : প্রথমে চোট, তারপর মাতৃত্বের স্বাদ। দু'বছর টেনিস সার্কিটের বাইরে ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা । দু বছর বাদে ৩৩ বছর বয়সী সানিয়া র্যাকেট হাতে চেনা ছন্দে। পৌঁছে গেলেন হোবার্ট ইন্টারন্যাশনালের ডাবলস ফাইনালে।
Nadiia Kichenok and @MirzaSania advance to the @HobartTennis doubles final!
They defeat Zidansek and Bouzkova 7-6(3), 6-2. pic.twitter.com/mW1cFFraCx
— WTA (@WTA) January 17, 2020
ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনালের ফাইনালে পৌঁছলেন হায়দ্রাবাদী টেনিস সুন্দরী। সেমিফাইনালে স্লোভানিয়ান-চেক প্রতিপক্ষ জুটিকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন সানিয়া-কিচেনক জুটি। প্রথম সেট টাইব্রেকারে জেতার পর দ্বিতীয় সেট অনায়াসে জিতে যায় ইন্দো-ইউক্রেনিয়ান জুটি। এক ঘণ্টা ২৪ মিনিট শেষে খেলার ফল ৭-৬, ৬-২।
@MirzaSania #HobartTennis pic.twitter.com/ohUkV06kYs
— Hobart International (@HobartTennis) January 16, 2020
শনিবার হোবার্ট ইন্টারন্যাশনালের ফাইনালে সানিয়া-কিচেনক জুটি মুখোমুখি হবেন চিনা প্রতিপক্ষের ।
আরও পড়ুন - ICC U19 World Cup 2020: আফ্রিকান আদিবাসী নাচে শুরু ক্রিকেটের যুব বিশ্বকাপ