আজ মোহনবাগানের ভাগ্যের শুনানি
আজ ডার্বি ম্যাচ নিয়ে শুনানি। নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে এআইএফএফের নিযুক্ত প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির সামনে তাঁদের বক্তব্য পেশ করবেন মোহনবাগান কর্তারা। মোহনবাগানের পক্ষ থেকে রবিবার রাজধানী যান দুই শীর্ষকর্তা অঞ্জন মিত্র ও দেবাশিস দত্ত। সঙ্গে ক্লাবের দুই আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। শহর ছাড়ার আগে মোহনবাগান সচিব জানান,তাঁরা সেদিন মাঠ ছেড়ে ভুল করেননি। বিচারপতিকে তাঁরা বোঝাবেন কেন তাঁরা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
আজ ডার্বি ম্যাচ নিয়ে শুনানি। নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে এআইএফএফের নিযুক্ত প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির সামনে তাঁদের বক্তব্য পেশ করবেন মোহনবাগান কর্তারা। মোহনবাগানের পক্ষ থেকে রবিবার রাজধানী যান দুই শীর্ষকর্তা অঞ্জন মিত্র ও দেবাশিস দত্ত। সঙ্গে ক্লাবের দুই আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। শহর ছাড়ার আগে মোহনবাগান সচিব জানান,তাঁরা সেদিন মাঠ ছেড়ে ভুল করেননি। বিচারপতিকে তাঁরা বোঝাবেন কেন তাঁরা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
এর আগে একুশ তারিখ বিচারপতি অশোক গাঙ্গুলির কাছে ডার্বি ম্যাচে না খেলার কারন দেখিয়ে একশো পাতার রিপোর্ট পাঠিয়েছিল মোহনবাগান।দুপুরে শুনানির পর বিচারপতি গাঙ্গুলি তার সিদ্ধান্ত জানাবেন এআইএফএফের কাছে। আগামি ছাব্বিশ তারিখ সিদ্ধান্ত হবে মোহনবাগানের ভবিষ্যত।