পজিটিভ, নেগেটিভ, পজিটিভ! পাকিস্তানের হাফিজের সঙ্গে 'ঠাট্টা' করছে করোনা

হাফিজের ঘনিষ্ঠ মহল বলছে, পিসিবির করোনা টেস্টের ফলাফল আসার পর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন।

Edited By: সুমন মজুমদার | Updated By: Jun 27, 2020, 12:05 PM IST
পজিটিভ, নেগেটিভ, পজিটিভ! পাকিস্তানের হাফিজের সঙ্গে 'ঠাট্টা' করছে করোনা
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন- প্রথমবার পরীক্ষার ফল পজিটিভ। তারপর নেগেটিভ। এবার আবার পজিটিভ! পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হাফিজের সঙ্গে করোনাভাইরাস যেন লুকোচুরি খেলছে! প্রথমবার করানো টেস্ট করানোর পর পজিটিভ হন হাফিজ। তবে তিনি কোয়ারেন্টাইন-এ যাননি। তার বদলে আবার পরীক্ষা করতে ছুটেছিলেন প্রাইভেট সেন্টারে। আর তাই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে শাস্তি দেওয়ার কথা ভাবছে। সামনের মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে পাকিস্তান। সেই সিরিজের জন্য ২৯ সদস্যের দল ও সাপোর্ট স্টাফ-এর একটি তালিকা প্রকাশ করেছে পিসিবি। প্রত্যেকের করোনা টেস্ট করানোর ব্যবস্থা করেছিল পিসিবি। হাফিজসহ মোট ১০ জন টেস্টে পজিটিভ হয়েছিলেন। 

পিসিবি রিপোর্ট প্রকাশ করার পরদিন একটি বেসরকারি হাসপাতালে গিয়ে হাফিজ আবার টেস্ট করান। সেই টেস্টে ফল আসে নেগেটিভ। এরপর সেই রিপোর্টের ফল টুইটারে তুলে ধরেন হাফিজ। তাই তাঁর ওপর এমনিতেই চটে ছিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আরো একবার ওই দশজনের লালারসের নমুনা টেস্টের জন্য পাঠিয়েছে। পিসিবি ঠিক করে রেখেছে দ্বিতীয়বার যদি হাফিজের পরীক্ষার ফল পজিটিভ হয় তাহলে তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। যদিও হাফিজের ঘনিষ্ঠ মহল বলছে, পিসিবির করোনা টেস্টের ফলাফল আসার পর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাই ব্যক্তিগত উদ্যোগে আবার করোনা টেস্ট করান। পিসিবি সেসব শুনতে নারাজ। বোর্ডকে টপকে আবার ব্যক্তিগতভাবে টেস্ট করানোয় পিসিবি হাফিজের ওপর চটে আছে। তার উপর হাফিজ সেই ফল টুইটারে প্রকাশ করায় বোর্ডের ক্ষোভ বেড়ে হয়েছে দ্বিগুণ।

আরও পড়ুন-  বাবর আজমকে 'খুনের' হুমকি দিলেন সানিয়া মির্জা!

জানা গিয়েছে হাফিজকে কোয়ারেন্টাইন-এ যেতে বলেছিল পিসিবি। কিন্তু হাফিজ বোর্ডের কোনও কথা শোনেননি। উল্টে বেসরকারি হাসপাতালে গিয়ে নিজস্ব উদ্যোগে আবার টেস্ট করান। বোর্ড যে দ্বিতীয় দফার পরীক্ষা করিয়েছে তার ফল প্রকাশ হবে আজ। অর্থাৎ হাফিজের ভাগ্য নির্ধারণ হবে আজই। প্রথমবার নেওয়া নমুনা থেকেই দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়েছে। পিসিবি সূত্র থেকে জানা যাচ্ছে, বোর্ডের করানো করোনা টেস্টে দ্বিতীয়বারও পজেটিভ হয়েছেন হাফিজ। ফলে তাঁর শাস্তি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

.